আমাদের কথা খুঁজে নিন

   

ইরানী এসইউ-২৫ জঙ্গী বিমান হতে মার্কিন ড্রোনের প্রতি গোলা নিক্ষেপ!

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ গত সপ্তাহের বৃহস্পতিবার পারস্য উপসাগরে নিরপেক্ষ আন্তর্জাতিক আকাশ সীমায় মনুষ্যবিহীন মার্কিন ড্রোনের প্রতি গুলি ছুড়েছে দুটি ইরানী সুখোই-২৫ জঙ্গী বিমান। এই ঘটনা ওবামা প্রশানের মধ্যে পারস্য সাগরে তেলবাহী জাহাজ চলাচলের পথে ইরানের সামরিক আগ্রাসনের ইংগিত দেয়। এটা কুয়েতের পূর্বে আন্তর্জাতিক আকাশ সীমায় সুমুদ্র জরিপের কাজে নিয়োজিত ছিল। যদিও এটা আঘাত প্রাপ্ত হয়নি তবে পেন্টাগনকে উদ্বিগ্ন করে তুলে। দুই মার্কিন কর্মকর্তার মতে নিয়মিত বিপ্লবী গার্ডের মহড়ার বাইরেও এই জেট দ্বয়ের ভূমিকা আরও বর্ধিত অংশ।

ওবামা প্রশাসন চায়নি প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে বিষয়টি প্রকাশ করতে। এই ঘটনা তিন মার্কিন উচ্চ পদস্থ কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করে। কর্মকর্তাগণ বিস্তারিত জানাতে অস্বীকার করেন এই কারণে যে এটা অত্যন্ত স্পর্শকাতর গোয়েন্দা বিষয়। ড্রোনের স্থির ও ভিডিও ক্যামেরায় ইরানী সুখোই-২৫ এর গোলাবর্ষণের ছবি ধারণ হয়। ইরানী জেট দ্বয় গোলাবর্ষণ করতে করতে ড্রোনের নীচ দিয়ে চলে গেলেও তাকে আঘাত করতে সমর্থ্য হয়নি।

গোয়েন্দা বিশ্লেষকরা দ্বিধা দ্বন্দে আছে। তারা বলছে ইরানী পাইলটরা কি ব্যার্থ হয়েছে অদক্ষতার জন্য, নাকি ইচ্ছাকৃত ভাবেই মিস করেছে! তবে একজন বলেন সে যাই হৌক ইরানীরা গুলি ছুড়েছে। মার্কিন কর্মকর্তার এই বিষয়ে ইরানের কাছে সরকারী ভাবে প্রতিবাদ জানালেও এখনও কোন জবাব পায়নি। ইরান এখন প্রায়ই মার্কিনিদের মুখোমুখি হচ্ছে। এই জানুয়ারীতে মার্কিন নৌবাহিনী ও ইরানী উপকূল রক্ষীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।

Click This Link ******************************** যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.