আমাদের কথা খুঁজে নিন

   

সামহ্যোয়ারইন ব্লগে ছয়মাস : আমার মানস ভ্রমন ।

আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভাল লাগে । পুরাতন একটা নেশার সূত্রে সামহ্যোয়ারইন ব্লগের সাথে পরিচয় । নেশাটা সিনেমার পোস্টার কালেকশন, মুভি রিভিউ পড়া আর ফেবুতে টুকটাক মুভি রিভিউ লেখা । তো কোন এক মুভির সার্চ দিতেই গুগল মামা সামুর কিছু পোস্ট নিয়ে হাজির । ওরে বাপস, এ যে দেখি সিনেমার খনি ! মাতৃভাষায় বিশ্বের তাবৎ সিনেমার বিশাল তথ্য ভান্ডার ! সামুর প্রতিটা পোস্টের সাথেই ঐ ব্লগারের প্রিয় পোস্টের লিংক দেয়া, বিচিত্র বিষয়ে ।

পড়ার এক দারুন নেশায় পেয়ে বসলো । ততদিনে জনপ্রিয় সব মুভিখোরের সিনে কাহিনী আর একই সাথে বিচিত্র সব পোস্টের একনিষ্ট ভক্ত হয়ে বছর খানেক ভিজিটর হিসাবে সামুতে বিচরন । অত:পর নিজেই একটা নিক খুলে বসলাম.. ওয়াচে থাকাকালীন আমি সামুর ফেবু গ্রুপে একটা স্ট্যাটাস দেই, "আমি এখনো সেফ হইনি, আপনি হয়েছেন ? দিন আপনার ব্লগ আইডি কিংবা কোন পোস্টের লিংক । বন্ধুরা কষ্টে কষ্টক্ষয়, প্রথম পাতা আর বেশি দুরে নয় । " ঐ স্ট্যাটাসে নিজের পোস্টের লিংক দিতাম, অন্যেরাও এসে তাদের লিংক দিতো ।

আমার ঐ স্ট্যাটাস সামুর ফেবু গ্রুপে খুব জনপ্রিয় হয় এবং স্ট্যাটাসে একশতটিরও বেশি কমেন্ট পড়ে, আর এটাই ছিল সামুর ব্লগারদের সাথে আমার যোগাযোগের মাধ্যম । সামুতে আমার প্রথম পোস্ট : কবিগুরুর ১৫১ তম জন্মবার্ষিকী : রবিরাগের এক করুন রস । ৯ ই মে, ২০১২ । ওয়াচে থাকাকালীন আমার পোস্ট : আমার গ্রাম : বানিয়াচং । বাংলাদেশের জন্ম : পাকি বুদ্ধিজীবিদের উদ্ভট ভাবনা ।

যদ্যপি আমার গুরু প্রফেসর আব্দুর রাজ্জাক আহমদ ছফা (পিডিএফ) একজন 'হুমায়ুন আহমেদ এবং প্রসংগ 'তুই রাজাকার' জেনারেল হয়ে একটাই পোস্ট দেয়ার সুযোগ হয়েছিল । প্রথম পাতায় প্রথম পোস্টই নির্বাচিত, তারপরেই সোজা সেইফ.. আমার তিন কন্যার গল্প, তিন ডব্লিউ- হুমায়ুন আহমেদ । একটি বিশ্লেষন । সেইফ হবার পর বাংলা সিনেমা নিয়ে তিন পর্বের সিরিজ পোস্ট । এর ২য় পর্বটি সামুতে কোন মুভি বিষয়ক পোস্টের প্রথমবারের মত স্টিকি হওয়া পোস্ট ।

বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ১ম পর্ব । বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । ২য় পর্ব । বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ ।

শেষ পর্ব । সিনেমা নিয়ে আমার আরও কিছু পোস্ট : সিনেমায় এক অনন্য মানবিকতা : দ্য ফ্লোটিং ম্যান । সত্যজিৎ বাবুর জন্মদিন এবং পথের পাঁচালী'র একটি ফেসবুকীয় প্যাচাল । আমার কিছু কোবতে, পাঠক খরায় এই প্রকল্প এখন হিমাগারে ! আষাঢ়ে কাব্য । এক চিমটি কবিতা ।

বিবিধ ক্যাচাল.. চারিদিকে আগ্নেয় বিদ্বেষ, ঝাপসা হয়ে যাচ্ছে আমার দেশ । একটি ফেবু স্ট্যাটাস : জয় হলো মানবতার, জয় হলো প্রযুক্তির । উল্কি.. কৈশোরে মন হারানোর ট্যাট্টু গল্প । এরশাদ কীর্তনসভা বা সহী লুইচ্চানামা । প্রসংগ : অধ্যাপক ড: আনোয়ার হোসেন এবং জাবির ভূত ভবিষ্যত ।

মানসিক ভারসাম্যহীন যৌনবিকৃত এক ব্লগারের আত্মকথন । অশ্লীলতার কোন সংজ্ঞা নাই ) ) ) নগ্নতাই অশ্লীলতা নয় আমার ছবি ব্লগ : সবেধন নীলমনি ! আমাদের সুন্দরবন যাত্রা : রাতারগুল । একটি অসমাপ্ত ছবি ব্লগ । আমার যত কপি-পেস্ট : হুমায়ুন আহমেদ - সুনীল গঙ্গোপাধ্যায় । তাদের কি দেখা হয়েছে ? এতোদিনে পাইছি তোমার লাগ : রসিক আড্ডাবাজ হুমায়ুন আহমেদ ।

ঘেটুপুত্রের লোকেশনে : শাকুর মজিদ । শুভ জন্মদিন কবি নির্মলেন্দু গুন । আপনার জন্মদিনে আপনারই কিছু শব্দ ছেঁড়া কবিতার অর্ঘ্য.. ভবিষ্যতে যা লিখতে চাই : রম্য লেখার জন্য লোলায়িত হয়ে আছি । সামুতে আমার প্রিয় বিষয় : সিনেমা দিয়ে শুরু করলেও রম্য, কবিতা, গল্প, ছবিব্লগ, ভ্রমন সহ সব ধরনের ভাল লেখাতেই ঢুঁ মারি । আর প্রিয় ব্লগারদের যেকোন লেখা হলেই হলো ।

সামুতে আমার প্রিয় ব্লগার : সামুতে আমার দুই ধরনের ব্লগার খুব প্রিয় । এক দল যাদের লেখা পড়ে ব্যাপক আনন্দ পাই, লোভাতুর হয়ে অপেক্ষা করি তাদের পোস্ট পড়ার জন্য এবং কমেন্ট করার জন্য । আরেক দল হলো ছাগু ফাইটের সহযোদ্ধা । ছাগু ফাইটারদের দৃঢ় মনোবল আর ছাগুদের উপর্যুপরি গদাম দেয়ার প্রবনতা আমাকে ব্যাপক অনুপ্রেরনা আর চরম সুখানুভূতি দেয় । পোস্ট পরিসংখ্যান : শুধুই কিছু নির্বোধ সংখ্যা মাত্র ।

এটা কিছুতেই একজন ব্লগারের মননশীলতার প্রতিফলন নয় । পরিশেষে, সামহ্যোয়ারইন ব্লগ কর্তৃপক্ষ বিশেষকরে জানা'পু, মডারেটর, নির্বাচক এবং সর্বোপরি আমার প্রিয় সহ-ব্লগারদের জানাই অকৃত্রিম ভালবাসা আর শুভেচ্ছা । এই ছয় মাসে আমি আমার প্রিয় সহ-ব্লগারদের কাছ থেকে প্রচুর উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরনা আর ভালবাসা পেয়েছি । তাই সবার প্রতি আহবান, আসুন সবাই মিলে এখানে সুস্থ, সুন্দর, সাম্প্রদায়িকতা মুক্ত একটা আদর্শ ব্লগীয় পরিবেশ গড়ে তুলি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।