আমাদের কথা খুঁজে নিন

   

কলম এর স্টক ফুরিয়ে গেল ।

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... শেষ কলম কিনেছিলাম ২০০৯ এর নভেম্বরে। এখন ২০১২ নভেম্বর। মাঝে কেটে গেছে ৩টি বছর। এর মাঝে এম বি এ শেষ করলাম, সি এম এ দুই লেভেল শেষ করলাম। কিন্তু কলম কিনা হয়নি।

এখনও স্পষ্ট মনে আছে, যখন এম বি এ এর প্রথম সেমিষ্টারে তাসনিমের সাথে পরিচয়ের কথা। শেষের দিকে একদিন ওর কাছ থেকে একটা কলম নিয়েছিলম আমার কলমের কালি শেষ হয়ে যাওয়াতে। এরপর থেকে সে প্রতি মাসে আমাকে একটি করে কলম দিত। দরকার না থাকলে ও দিত। এক বছরের এম বি এ তে সে আমাকে ১০টা কলম দিয়েছে।

এরপর এক সাথে ২ ডজন কিনে দিয়েছে। যেন আর কলম কিনতে না হয়। গতকাল ই তার দেওয়া সব গুলো কলম শেষ হয়ে গেল। এখন আমি কলম সংঙ্কটে আছি। কলম কিনতে গিয়ে দেখি এক একটি কলমের অনেক দাম।

তাসনিম জানলে সে হয়ত আমাকে আবারও কলম কিনে দিত। কিন্তু দুঃখের বিষয় সে এখন আমার কাছ থেকে যোযন যোযন দূরে। জানিনা কেমন আছে। আল্লাহ তুমি তার মনকে শান্তিতে রেখো। আশেপাশে এমন কাউকে খুঁজে পেলাম না যে আমাকে একটি কলম না চাইলে দিতে পারে।

যাই কলম কিনে নিয়ে আসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।