আমাদের কথা খুঁজে নিন

   

সিলেটে তিনদিন ব্যাপী “ও আমার দেশের মাটি” চলচ্চিত্র প্রদর্শনী,সিলেটের যারা চলচ্চিত্রটি দেখেন নি দেখতে পারেন

Ctrl+C Ctrl+V প্রথমবারের মত সিলেট অডিটোরিয়াম হলে তিনদিন ব্যাপি “ও আমার দেশের মাটি” চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৮,৯ ও ১০ নভেম্বর ২০১২ অর্থাৎ বৃহস্পতি, শুক্র ও শনিবার এ তিনদিনব্যাপী উক্ত প্রদশর্নীর আয়োজন করেছে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্যপরিষদ। সিলেট অডিটোরিয়াম হলে প্রতিদিন সকাল সাড়ে ১০টা, বিকাল ৩টা, সন্ধ্যা সাড়ে ৫টা ও রাত ৮টায় প্রদর্শনী চলবে। প্রতিদিন শো’র আগে হল কাউন্টারে প্রদর্শনীর প্রবেশ পত্র পাওয়া যাবে। ডেসটিনি মিডিয়া এন্ড পাবলিকেসন্স লিঃ প্রযোজিত ভাটফুল অডিও ভিজ্যুয়াল নিবেদিত 'ও আমার দেশের মাটি'' কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা অনন্ত হিরা।

"ও আমার দেশের মাটি" সিনেমায় অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, আমিন খান, নূনা আফরোজ, তমা মির্জা, শাকিল আহাম্মেদ, হাবীব আহসান, শিশু শিল্পী ইশিকা ষড়জ, ফসল হায়দার ও আরো অনেকে। সিনেমাটি চিত্রগ্রহণ করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান ও সঙ্গীত পরিচালনা করছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী। গানের কথা মোহাম্মদ রফিকুজ্জামান এবং গানে কন্ঠ দিয়েছেন বারী সিদ্দিকী, অদিতি মহসিন, বিউটি, রাজীব, মুনির ও লিজা। এছাড়া রবীন্দ্রনাথের "দুজনে দেখা হলো মধু যামিনীরে" গানটি সিনেমায় ব্যবহার করা হয়েছে। কারিগরী সহযোগিতা দিয়েছে দি রেইন পিকচার্স লিমিটেড।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।