আমাদের কথা খুঁজে নিন

   

গজল// এতো পাগল হয়োনা মহব্বতে

এত পাগল হয়ো না মহব্বতে এত পাগল হয়ো না মহব্বতে আমার পাগলামীকে পাত্তা দিয়ো না। এ হৃদয়কে ভালোবাসতে গিয়ে তোমার হৃদয়ে ক্ষত করোনা । আমার ভেতরেই বেদনাকে থাকতে দাও তোমার রাতকে ঘুমহীন করো না। আমি অন্যের দুঃখ নিজের করেছি তুমি আমার দুঃখ নিয়ে ভেবো না। যে তোমায় ভালোবাসতে পারেনা তুমিও ঐ পাষানকে ভালোবেসোনা। জীবনটাই আমার এলোমেলো তুমি আর একে এলোমেলো করোনা। এ হৃদয়কে ভালোবাসতে গিয়ে এভাবে হৃদয়ে ক্ষত করোনা । # তালাত আজিজের উর্দু গজল অনুবাদ ঃ শরীফ উদ্দিন সবুজ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।