আমাদের কথা খুঁজে নিন

   

জলদি হেল্পানঃ মাইক্রোম্যাক্স মোবাইল কিনব-মোবাইল বোদ্বারা কি বলেন???

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   বহুদিন সিম্ফোনী ইউজাছি। এখন নতুন কিছু ইউজাইতে মুনচায়।

সিম্ফোনীর ডি৯৫ সেট টা দেখলাম মাইক্রোম্যাক্স এক্স২৯২ এর মত। তবে সিম্ফোনীর ফন্ট গুলো ভাল লাগে নাই। কেমন যেন চোখে লাগে। সেই দুইটার দাম কিন্তু একই। সাথে ৪ জিবির মেমরি কার্ডও ফ্রি দিবে (২০টি মুভি প্রি লোডেড) ।

মাইক্রোম্যাক্সের টাও মোটামুটি আছে। তবে সিম্ফোনীর গন্ডি থেকে বের হতে চাইছি। এখন মোবাইল বোদ্বাদের কাছে অনুরোধ রইল যে মাইক্রোম্যাক্সের সেট গুলোর সার্ভিস কেমন হয়?সিম্ফোনীর চেয়ে বেশী খারাপ নাকি সিম্ফোনীর মতই? আমি অনেক জনের কাছে থেকে এর থেকে ভিন্ন মতামত পেয়েছি। তাই মাইক্রোম্যাক্সের সেটের ব্যাপারে সন্দিহান আছি। তাই আপনাদের নিকট সাহায্য কামনা করছি।

মাইক্রোম্যাক্স এক্স ২৯২ Micromax X292 Specifications ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.