আমাদের কথা খুঁজে নিন

   

তারার উঠোনে জোনাকির আলোয় এসেছি ধরায়

সবুজ আঁচলের মাঝ দিয়ে আহলাদে উড়া ঘুড়ির মত যাচ্ছি চলে, নির্মল হাওয়ার পরশ জড়িয়ে-আর শহুরে ভালবাসাহীন একটা বিকেল কে ছুটি জানিয়ে আচমকা দিক পাল্টাই, বৈঠা ফেলে দিয়ে রাতের পাটাতনে আমার কবিতার মোড়ক খুলে আড়মোড়া ভাঙ্গা , সাথে কিছু জোনাকির আলো। অবাক রাতের ভালবাসায় নয়নের জল ভাষা বোঝেনা শুধু অনুভূতিতে অম্লান। আমি কেমন জানি হরিয়ে যাচ্ছি,কতগুলো বছর আগে আমি ঠিক এই দিনটাতে প্রথম পৃথিবীর আলো দেখি। তখন ছিন্ন করেছি এক বন্ধন, আর এখন কত কি-তুমি কি আমায় দেখতে পাও,আমার আমিকে খুঁজে দিশেহারা। তারাময় রাতের বুকে খোলা উঠোনে শুয়ে আমি মঙ্গল আলোয় চোখের জল পোড়াচ্ছি।

প্রণয় সুখে প্রলয় জ্বালা, প্রজ্জ্বলিত যাত্রাপালা। তথাপি সং সাজা মুখের আড়ালে, সত্য প্রেম মূর্ছা যায়, নিয়তির বেড়াজালে । একদিন দরজা খুলে দিয়েছিলাম,দখিনা বাতাসের জন্য। হাসি কান্নার সংগায়,সূচনা থেকে বর্ণনায়। দূঃখ বিলাস আর সুখ সূতোয় টানাপোড়নের বৃত্তে বন্দি জীবন।

যাপিত সময়ের শেষ প্রান্তে এখন- আমার মাঝে মৃতের কোলাহল,বার্ধক্যের অজুহাতে চোখ ফিরিয়ে নেয় জীবন,জীবন থেকে। শীতকালটা সদাইয়ের ঝুড়িতে নিয়ে আমি কুয়াশা বেঁচে খাচ্ছি,একদিন বসন্ত আসবে তবে ঝড়ে যাবে সব পত্র পুষ্প,পড়ে রবে শুষ্ক ডালপালা। ১৮ ই অক্টোবর,২০১২: আমার জন্মদিনে এই লেখাটা লিখেছিলাম,ভাটি অঞ্চলের একটা গ্রামে,বাড়ির সামনে ছোট্ট একটা উঠোন এরপর বিস্তৃত ধান ক্ষেত।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।