আমাদের কথা খুঁজে নিন

   

মাথাপিছু আয় ৯২৩ ডলার

চলতি ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বৃদ্ধি পেয়ে বাজারমূল্যে ৯২৩ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ ৭৪ হাজার ৩৮০।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-১৪ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন। বাজেট দলিলাদি হিসাবে দেওয়া বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৩-এর উপাত্তে চলতি মূল্যে মাথাপিছু আয়ের এ তথ্য মিলেছে।
এর আগে ২০১১-১২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ৮৪০ মার্কিন ডলার বা ৬৬ হাজার ৪৬৩ টাকা।

তার আগের অর্থাত্ ২০১০-১১ বছরে মাথাপিছু আয় ছিল ৮১৬ ডলার বা ৫৮ হাজার ৮৩ টাকা।
অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুসারে ২০১২-১৩ অর্থবছরে চলতি বাজারমূল্যে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯৮৬ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল নয় লাখ ১৮ হাজার ১৪১ কোটি টাকা। তার আগের বছর জিডিপি ছিল সাত লাখ ৯৬ হাজার ৭০৪ কোটি টাকা।
চলতি বছর বাজারমূল্যে মাথাপিছু জিডিপি প্রাক্কলন করা হয়েছে ৬৭ হাজার ৫৭৭ টাকা।

গত অর্থবছরে মাথাপিছু জিডিপি ছিল ৬০ হাজার ৫৭১ টাকা। তার আগের অর্থবছর মাথাপিছু জিডিপি ছিল ৫৩ হাজার ২৩৮ টাকা। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।