আমাদের কথা খুঁজে নিন

   

জার্নি উইথ বাউলস ফ্রম আসাননগর ~:~ আসান নগর

মরণ আমার ভালো লাগে ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলা যেন বাউল ফকিরদের চারণভূমি। নদীয়ার গোরভাঙার ফকিরদের লালন গান আজ জগৎবিখ্যাত। গোরভাঙার মতনই আরেকটি লোকগান সমৃদ্ধ লোকালয়, আসাননগর। এখানেও, স্থানভেদে, প্রায় ঘরে ঘরে বাউল ফকিরদের বাস। আখড়ায়, ঘরে ঘরে, জমায়েতে এখানেও চলে লালন চর্চা, আকাশে বাতাস মুখরিত হয় অন্তরাত্মা সন্ধানী বাউল গানে। আসাননগরের বাউল, নিখিল বিশ্বাস, প্রফুল্ল বিশ্বাস, ষষ্ঠীদাস বাউল, কেনারাম ধাড়া, রঞ্জিত গোঁসাই ও নিখিল গায়েন -এর সাথেই আমাদের আজকের বাউল পথযাত্রা। জার্নি উইথ বাউলস ফ্রম আসাননগর ~:~ আসান নগর প্রথম পর্ব : ০১ আয় দেখে যায় তোরা (লালন ফকির) - নিখিল বিশ্বাস ০২ কি তামাশা দেখলাম (আবদুল হালিম) - প্রফুল্ল বিশ্বাস ০৩ ধর্ম নিয়ে মাতামাতি (বিজয় সরকার) - প্রফুল্ল বিশ্বাস ০৪ যারে আমি বিশ্বাস করি (রজ্জব দেওয়ান) - প্রফুল্ল বিশ্বাস ০৫ যে জন বাঁকা নদীর (গোঁসাই রাজেন্দ্রনাথ) - প্রফুল্ল বিশ্বাস ০৬ ঠাওর নাইগো মন ব্যাপারী (লালন ফকির) - কেনারাম ধাড়া ০৭ একদিন তুই পরের ভাবনা (লালন ফকির) - নিখিল গায়েন ০৮ বল দেখি মন লা ইলাহা (লালন ফকির) - নিখিল গায়েন ০৯ দুই নারীর তত্ত্ব জানিতে (শরৎ গোঁসাই) - রঞ্জিত গোঁসাই ১০ খেয়েছি রে জাতের কচু (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ১১ সুমতি কুমতি দুটি কন্যা (শরৎ গোঁসাই) - রঞ্জিত গোঁসাই ১২ মোরাকাবার নামাজ (আবদুল হালিম) - প্রফুল্ল বিশ্বাস ১৩ কি শোভা করেছেন সাঁই (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ১৪ মনের মানুষ অটলের ঘরে (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ১৫ কই হল মোর মাছ ধরা (লালন ফকির) - নিখিল বিশ্বাস ১৬ নিগুঢ় প্রেম কথাটি (লালন ফকির) - প্রফুল্ল বিশ্বাস ১৭ ধর রে অধর চাঁদেরে (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ১৮ দিব্য জ্ঞানে দেখরে (লালন ফকির) - নিখিল বিশ্বাস দ্বিতীয় পর্ব : ১৯ দেশের মাটি শেষের প্রনাম (বিজয় সরকার) - নিখিল বিশ্বাস ২০ স্বরূপের ঘরে অটল রুপ বিহনে (লালন ফকির) - নিখিল বিশ্বাস ২১ কি করি ভেবে মরি (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ২২ দেখলাম কি কুদরতিময় (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ২৩ বেদে নাই যার রূপরেখা (লালন ফকির) - নিখিল বিশ্বাস ২৪ কাল কাটালি কালের বশে (লালন ফকির) - নিখিল গায়েন ২৫ কুলের বউ ছিলাম (লালন ফকির) - নিখিল গায়েন ২৬ সুখ নদীর নাই পারাপার (ভবা পাগলা) - রঞ্জিত গোঁসাই ২৭ ভুলিতে পারি নে সে রুপ (শরৎ গোঁসাই) - ষষ্ঠীদাস বাউল ২৮ সোনার মানুষ ভেসে যায় (লালন ফকির) - প্রফুল্ল বিশ্বাস ২৯ বড় তাল উদয় কলিকালে (লালন ফকির) - নিখিল বিশ্বাস ৩০ গুরু বলে প্রেমের বাদাম (আবদুল হালিম) - রঞ্জিত গোঁসাই ৩১ ওই গোকুলে শ্যামের প্রেমে (লালন ফকির) - নিখিল বিশ্বাস ৩২ ঢাকার শহর কেমন (মোহন) - রঞ্জিত গোঁসাই ৩৩ নামাজে বসে দেখো (হাসান) - নিখিল বিশ্বাস ৩৪ হরি বোলে হরি কাঁদে (লালন ফকির) - ষষ্ঠীদাস বাউল ৩৫ এসো গৌর শ্রীচৈতন্য (রাধেশ্যাম) - নিখিল বিশ্বাস কোয়ালিটি : ১২৮ কেবিপিএস ভিবিআর এমপি৩ ফাইল সাইজ : ৯৫ + ৯৭ মেগাবাইটস ডাউনলোড : আসান নগর - পর্ব ১ আসান নগর - পর্ব ২ পূর্বশর্ত : ডাউনলোড করতে হলে ফোরশেয়ারড -এ অ্যাকাউন্ট থাকতে হবে। অত্যন্ত সহজেই এই অ্যাকাউন্ট করা যায়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।