আমাদের কথা খুঁজে নিন

   

কবি কাহন

আমি কবি কবিতা লিখি সে ই কবিতায় প্রেম আছে আবেগ আছে ,আছে নারীর ক্রন্দন আছে বিলাসিতা কামনা কাঁপন আরও আছে দুখিনী মায়ের করুন আকুতি ,সুখি রমণীর সুখ শিহরণ। ব্যার্থ প্রেমিকের তীব্র আর্তনাদ আছে প্রেমের জয় কপোত কপোতির সফল সমাপন। বিরহীনি নারীর আত্মহত্যা,আত্মাহুতি কাহন মায়ের স্নেহ বাবার শাসন; আছে ভাই-বোনের নারীর টান স্নেহ ভালবাসা আদর আমি কবি কবিতা লিখি সে ই কবিতায় আছে প্রকৃতি প্রেম প্রকৃতির অপরূপ রূপ প্রাকৃতিক দূর্যোগ ভয়ানক ঘূর্নিঝড় টর্নেডো সাইক্লোন মিষ্টি ফুলের সু্বাস লাল রক্তজবা চির সবুজঘাস ঘাসফুল ঘাসফড়িং গ্রামের কিশোরি বধুর ঝুলে থাকা কানের দুল আমি কবি কবিতা লিখি সেই কবিতায় আছে মানবপ্রেম বিশ্বমানবতার আছে যুদ্ধ যুদ্ধ খেলা রাজনীতির কঠিন সমীকরণ আছে হুমায়ূন ফরীদির একাকিত্ব আর সফলতার শতকাহণ রাতের আধার ,ব্যস্ত শহর দূরালাপনীর প্রেম আলাপ, কথোপকথন। আমি কবি আছে মোর তীব্র আবেগ আর মস্ত ভুলোমন; ভালবাসা প্রেম রাত জেগে থাকা আধোস্বপন আধোজাগরণ; আমি কবি মোর পদ্যময় জীবন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।