আমাদের কথা খুঁজে নিন

   

তাই রাজাকারের দেশপ্রেম ঝুলে কুকুরির স্তনে

আমি কিন্তু ফাইটার নই, একেবারেই যম মনে পড়ে অন্তরাত্মায় বিস্মৃত নার্সিসাসকে যখন ছিন্নমস্তক থেকে ঝির ঝির করে ঝরে পাকিপ্রেম, ভিজিয়ে দেয় তীব্রনাশা ক্রন্দনে রত পলাতক দোয়েলের মহুয়াকে কুক্ষিগত আপনাব্রু মেঘ হয়ে ভেসে যায় বৃষ্টি ভেজা সকালে দূর সুড়ঙ্গে ভেসে আসে প্রতিশোধ সহস্র মহুয়ায় নষ্টবীজ রোপণের লক্ষ দোয়েলের মৃতশকট সাজানোর আরও আসুক শত শত আটাশ অক্টোবর তপ্ত রোদে মন্ত্রমুগ্ধ হয়ে পুড়ুক সকল রাজাকার এবং তাদের একগাদা অন্ধ বীর্যপুত্র আর ওদের দেশপ্রেমের ঘ্রাণ বৃদ্ধ কুকুরীর ঝোলা স্তন থেকে শীতল স্বপনের হস্তমিথুনে পরিপূর্ণতা পাক মতিঝিল-পল্টনের ভাজে ভাজে ছন্দময় আগুণে পুড়ুক মগবাজারের নিষিক্ত ডিম্ব ধ্বংস হোক রাজাকারের পাকিপ্রেম  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।