আমাদের কথা খুঁজে নিন

   

১৩৪ জন প্রবাসি ব্লগারের কাছে মাত্র ১০ডলার করে অর্থ সাহয্য চাইছি সাভার দূর্ঘটানায় আহত মানুষদের ঔষধ কেনার জন্য

জরুরী আপডেট # ০৭ [সময় রাত ১ বেজে ৫০ মিনিট] অন্যমনস্ক শরৎ দা জানালো যে সাভারে এখনও প্রচুর অক্সিজেন কিট ও গ্যাস মাস্ক দরকার। Laz Pharma তে স্টক শেষ...মিটফোর্ড হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে পারেন। এছাড়া Bangladesh Oxygen Corporation (Linde Bangladesh Limited নামেও পরিচিত) এ যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও I/a; ফোন- 028870322. জরুরী আপডেট # ০৬ [সময় রাত ১ বেজে ২৫ মিনিট] এইমাত্র ব্লগার শিপু ভাই ও আমিনুর এর সাথে কথা হলো: তারা ক্রকৃত জিনিস দিয়ে উদ্ধার কাজ শুরু করে দিয়েছন। এখনও অনেক মানুষ বেঁচে আছেন। আর্মি অক্সিজেন পাইপ ঢুকিয়ে বিভিন্ন ফ্লোরে অক্সিজেন সরবরাহ করতেছে।

বিল্ডিং এর এক পার্শ্বে আগুন লেগেছিল যা বর্তমানে নিয়ন্ত্রনে আনা হয়েছে। এখনও প্রচুর অক্সিজেন কিট ও গ্যাস মাস্ক দরকার। জরুরী আপডেট # ০৫ [সময় রাত ১১ বেজে ৫০ মিনিট] শিপু ভাইয়ের কাছে জমাকৃত ৩০ হাজার টাকা হতে ১৪০ ব্যাগ অক্সিজেন, প্রচুর হ্যান্ডগ্লাভস, বিল্ডিং এর মেশিন টুল, টর্চ লাইট, মাথায় হেলমেট, তার, অন্যান্য গেজেট পৌছে দিলেন ব্লগার জাদিদ, শিপু, আমিনুর এবং আরো অনলাইন একটিভিস্ট এবং এখন তাঁরা বিল্ডিং এ ঢুকে উদ্ধার কাজে নিযুক্ত হচ্ছেন। জরুরী আপডেট # ০৪ [সময় রাত ১০ বেজে ৩০ মিনিট] "উদ্ধার এলাকা থেকে বন্ধু Alok Shiqder জানালেন, এই মুহুর্তে আবশ্যিক দরকার ছোট অক্সিজেন এবং কাপড়ের হাতগ্লাভস। দয়া করে এগুলোর একটু ব্যাবস্থা করেন, নাহলে আজ রাতেই মারা যাবেন অনেকে; যাদের হয়ত বাঁচানো সম্ভব হোত।

অক্সিজেন স্প্রে (ফার্মেসিতে পাওয়া যায় ২০০টাকা দাম। ) হাটখোলা'র বিএমএ সেন্টারে ৬০০ টাকা করে পাওয়া যাচ্ছে ... লাজ ফার্মাতে। দাম? সাধারন মূল্য ১০০০ টাকা। সাভারের কথা বললে উনারা ৮৩০ টাকায় দিয়ে দিচ্ছে। " জরুরী আপডেট # ০৪ [সময় রাত ১০ বেজে ৩০ মিনিট] আপনারা যারা আজকে রাতে সাভার যাচ্ছেন দয়াকরে টর্চ লাইট কিনে নিয়ে যান সেখানে।

আমি এই মাত্র সেখানকার রেডক্রিসেন্ট এর সাথে কথা বলে জানতে পারলাম এই মূহুর্তে টর্চলাইটের জরুরী দরকার। জরুরী আপডেট # ০৪ [সময় রাত ৯ বেজে ৩০ মিনিট] এই মাত্র শিপু ভাইয় জনাল যে তার কাছে জমাকৃত টাকা থেকে ৫০ টি অক্সিজেন, ২ টি মাস্ক ও ২ ব্যাগ গলভস কিনে সাভারে রওনা দিচ্ছেন। জরুরী আপডেট # ০৩ [সময় রাত ৯ টা] ব্লগার অনির্বাণ রায় সাভার থেকে জানাচ্ছেন যে এই মূহুর্তে যে কোন কিছুর চাইতে সবচেয়ে বেশি দরকার অক্সিজেন। ইতোমধ্যে ৩০০০০ টাকার অক্সিজেন কেনা হয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় খুবি অপ্রতুল। সবাইকে অনুরোধ করি তারা যেন আরো আরো অক্সিজেনের ব্যবস্থা করেন।

জরুরী আপডেট # ০২ : নেগেটিভ গ্রুপের ব্লাড না পেয়ে অনেক জীবন ধুঁকে ধুঁকে মরছে ! নেগেটিভ গ্রুপের রক্ত দেওয়ার ঠিকান নিচে বিস্তারিত। জরুরী আপডেট # ০১ : উদ্ধারকৃত লাশগুলোতে প্রচন্ড গরমে পচন ধরছে। লাশ পচা গন্ধে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে। তাই অধর চন্দ্র স্কুলে প্রচুর বরফ সরবরাহ জন্য অনুরোধ করা যাচ্ছে। আমি প্রথমেই সামু ব্লগের সকল প্রবাসী ব্লগারের দৃষ্টি আকর্ষণ করছি: প্রবাসী ব্লগার ভাই ও বোনরা আসুন আর একবার দেশের অসহায় মানুষদের সেবায় এগিয়ে আসি।

দেশের অবস্থিত ব্লগারদের কেউ-কেউ নিজের শরীরের রক্ত দিয়ে, হসপিটালের ডাক্তার ও নার্সরা তাদের সেবা দিয়ে সাভারে সংঘটিত দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সাহায্য করতে এগিয়ে এসেছেন। আমরা যেহেতু বিদেশে থাকি তাই আমাদের পক্ষে এই মুহর্হূতে দেশি গিয়ে সেই সকল কাজে অংশ গ্রহণ করে সম্ভব না। আমরা যদি মাত্র ১০ ডলার করে দিই তবে ১৩৪ জন মিলে ১৩৪০ ডলার উঠাতে পারব। ১৩৪০ ডলার টাকায় পরিবর্ত করলে ১ ডলার =৭৫ টাকা হিসাবে ১ লাখ টাকা হয়। সেই ১ লাখ টাকা আমরা সাভার দুর্ঘটনায় আহত যে সকল মানুষ বর্তমানে এনাম মেডিকেল কলেজ এর হসপিটালের বেডে কাতরাচ্ছেন তাদের মধ্যে ২০০ জনকে ৫০০ টাকা করে দিতে চাই (২০০ *৫০০=১০০০০০) প্রয়োজনীয় ঔষধ কিনবার জন্য।

বেচে যাওয়া আহত মানুষদের এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঔষধ। *************************************************** আমি প্রবাসী ব্লগারদের হয়ে টাকা সংগ্রহ করে সামহোয়ারইন ব্লগের মালিক আমার সকলের প্রিয় জানা আপাকে পাঠাতে চাই। যেহেতু সাভার ঢাকার মধ্যেই অবস্থিত তাই জানা আপা ঢাকার ব্লগারদের সাথে নিয়ে এনাম মেডিকেল কলেজে গিয়ে সরাসরি সেই সকল আহত মানুষদেরকে ৫০০ টাকা করে দিয়ে আসতে পারবে বলেই আমি মনে করি। আশাকরি জানা আপা এই সাহায্যটা করতে এগিয়ে আসবেন বরাবরের মত। ************************************************** আমি প্রবাসী ব্লগারদের কাছে সাহায্য চাচ্ছি তার মানে এই না যে দেশে অবস্থিত ব্লগারদের কাছে সাহায্য চাই না।

আমি আশাকরি দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত ব্লগারও এই উদ্যোগে শরিক হতে এগিয়ে আসবেন। এনাম মেডিকেল কলেজ যেহেতু বেসরকারি সুতরাং তারা আহত মানুষদের বিনে পয়সায় ডাক্তারি সেবা দিলেও ঔষধে সরবরাহ করবে না বলেই আমি মনে করি। করলেই প্রথম দিন করবে হয়ত তবে দ্বিতীয় দিন থেক না করাই সম্ববনা বেশি। তবে আমি চাই আমার ধরনা ভুল প্রমিনিত হউক। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে সাভার দুর্ঘটনায় আহত বেশিভাগ মানুষই সেখানকার বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিক।

হয়তবা সরকার ও বিজেএমই তাদেরকে আর্থিক ভাবে সাহায্য করবে তবে আমলাতান্ত্রিক জটিলতার কারণে তা ২/১ দিনের মধ্যে পাওয়ার সম্ভাবনা নাই। কারণ সরকার বা বিজেএমইএ কোন শ্রমিককে তাদের পরিচয় পত্র না দেখে ক্ষতিপূরণের টাকা দিবে না। দুর্ভাগ্য ক্রমে আহত সেই সকল শ্রমিকের পরিচয়পত্র হারানোর সম্ভাবনা অনেক। গার্মেন্টসে ১ বছর কাজের অবিজ্ঞতার আলোকে আমি জানি যে গার্মেন্টসে প্রবেশ করার পরে প্রায় সকল শ্রমিক তাদের পরিচয় পত্র নিজেদের লকারে বা মেশিনের ড্রয়ারে রাখে। দুর্ঘটনার পরে সেই পরিচয় পত্র নিয়ে তাদের সেই গার্মেন্টস থেকে বের হয়ে আসে সম্ভব হয়ে উঠে না।

যে টা দুর্ঘটনার সময় সম্বভও না। কিন্তু ঐ সকল আহত মানুষদের জন্য জরুরি ভিত্তিতে ঔষধের দরকার। সামহোয়ারইন ব্লগের উদ্যোগে শীত বস্ত্র বিতরণের সময় আমরা যেমন সমবেত ভাবে টাকা ও কাপড় সংগ্রহ করে বিতরণ করেছি এবারও এই কাজটি একই ভাবে করতে চাই। দেশে অবস্থিত ব্লগাররাও নিজেদের উদ্যোগে টাকা সংগ্রহ করে জানা আপাকে পাঠাতে পারেন। তাই দেশে ও কয়েক জন ভলান্টিয়ার দরকার।

যেভাবে টাকা সংগ্রহ করা যেতে পারে: ============================================== প্রবাসী ব্লগাররা: ============================================== আপনারা PayPal এর মাধ্যমে আমাকে টাকা পাঠাতে পারেন। টাকা পাঠালে ব্লগে এসে জানাবেন যে টাকা পাঠিয়েছি নির্দিষ্ট নামে। আপনারা চাইলে টাকার অঙ্কটাই উল্লেখ করতে পারেন। আর তা না চাইলে শুধু লিখবেন যে টাকা পাঠিয়েছেন। আমি সেই টাকা পেলেই প্রাপ্তি স্বীকার করব এই পোষ্টে।

এছাড়া আপনার যদি আমার ব্যাঙ্ক একাউন্টে টাকা পাঠাতে চান তবে জানাবেন আমি আমার ব্যাঙ্ক একাউন্ট নাম্বর যুক্ত করব এই পোষ্টে। আমার PayPal ঠিকানা: যারা Moneygram এর মাধ্যমে পাঠাতে চান: ------------------------------------------------------ প্রাপক: Md. Hasibul Hasan Phone number: +88-01717-793422 moneygram receiving money locations: Nilphamari যারা Western Union এর মাধ্যমে পাঠাতে চান: ---------------------------------------------------------- প্রাপক: Saiful Islam Phone number: +88-01717-545997 ============================================== দেশি ব্লগাররা: ============================================== আপনারা যারা দেশের ভিতর থেকে টাকা পাঠাতে চান তারা নিম্নোক্ত একাউন্টে পাঠাতে পারেন: Md. Hasibul Hasan Dutch Bangla Bank, Dinajpur Branch Swift Code: DBBL BDDH Account Number: 172-101-23488 যারা বিকাশ এর মাধ্যমে পাঠাতে চান --------------------------------------------- ব্লগার আজমান আন্দালীব (আখতারুজ্জামান ভুইয়া) বিকাশ -০১৯৬৭৯৮৪৩৮৮ ============================================== টাকা সংগ্রহের আপডেট: ============================================== ১) একজন ৫০ ডলার পাঠিয়েছেন ২) একজন ৫০ অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছে ৩) একজন ৯০ ডলার পাঠিয়েছেন ৪) একজন ১০ ডলার পাঠিয়েছেন ৫) আমার পরিচিত ১ জন ১০০ ডলার দিয়েছেন ৬) একজন ১০ অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছে ৭) আর একজন ৫০ ডলার দিয়েছেন ৮) আমার পরিচিত ১ জন ১০ ডলার দিয়েছে ৯) আমার পরিচিত ১ যুগল ৫০ ডলার দিয়েছেন ১০) একজন মেয়ে ১০০ অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছে ১১) একজন ১০ ডলার পাঠিয়েছেন ১২) একজন ৫০ ডলার পাঠিয়েছেন ১৩) আমার এক বন্ধু ২০ ডলার দিয়েছে ১৪) এই মাত্র এক আপু ২০০ ডলার পাঠিয়েছে ১৫) আমার এক বন্ধু ১০০ ডলার দিয়েছে ১৬) একজন ১০ ডলার পাঠিয়েছেন ১৭) একজন ৫০ ডলার পাঠিয়েছে ১৮) একজন ৩০ ডলার পাঠিয়েছে ১৯) একজন ২০ অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছেন ২০) একজন ১১ ডলার পাঠিয়েছে ২১) জাপান থেকে একজন ২০০০ ইয়েন ($১৯) পাঠিয়েছেন ২২) একজন ১২ ডলার পাঠিয়েছে ২৩) একজন ১০ ডলার পাঠিয়েছে ২৪) একজন ৫০ ইউরো (৬৫ ডলার) পাঠিয়েছ ২৫) একজন ৩০ ডলার পাঠিয়েছেন ২৬) একজন ১০ ডলার পাঠিয়েছে ২৭) একজন ২০০ Swedish Krona (৩০ ডলার) পাঠিয়েছে ২৮) ৩ জন ১৫ ডলার করে পাঠিয়েছেন ২৯) ৩ জন ১৫ ডলার করে পাঠিয়েছেন ৩০) ৬ জন ২০ ডলার করে পাঠিয়েছেন ৩১) ৭ জন ১০ ডলার করে পাঠিয়েছেন ৩২) ৫ জন (৭+১০+৮+৫০+১০) পাউন্ড পাঠিয়েছেন ৩৩) ১ জন ৫০ ডলার পাঠিয়েছেন ৩৪) ১ জন ৩৩ অস্ট্রেলিয়ান ডলার পাঠিয়েছেন বিঃ দ্র: আপনারা কে কোন মাধ্যমে টাকা পাঠাচ্ছেন দয়াকরে আমাকে নিম্ন মেইল ঠিকানায় একটি মেইল করে জানাবেন তাহলে কত টাকা উঠতেছে এবং সে টাকা আমরা কিভাবে খরচ করব তার পরিকল্পনা করতে শুবিধা হবে। ============================================ এ পর্যন্ত সর্বমোট সংগ্রহ = ১৭৮০ ডলার আমি আবারও বলতেছি যে প্রয়োজনীয় জিনিস সরবরাহের কাজে সকলের সাথে কথা বলতে হচ্ছে তাই নাম ধরে টাকা প্রাপ্তির কথা আপডেট দিতে পারতেছি না। আমি গুরুত্ব অনুসারে সকলের মন্তব্যের উত্তর দিচ্ছি। সেই সাথে টাকা সংগ্রহের আপডেট।

দেশের একজন মানুষের জন্য ৫০০ টাকা দান করা কষ্ট কর হলেও ইউরোপ-আমেরিকা প্রবাসি মানুষদের জন্য তা মাত্র ৭ ডলার সমপরিমান। ৩ কাপ কফির দাম মাত্র। তাই এই পোষ্ট টির কথা আপনার পরিচিত সকল প্রবাসী মানুষদের জানিয়ে দিন। ############################################## জরুরী আপডেট ############################################## নেগেটিভ গ্রুপের ব্লাড না পেয়ে অনেক জীবন ধুঁকে ধুঁকে মরছে ! নেগেটিভ গ্রুপের রক্ত দেওয়ার জন্য : যোগাযোগ করুন- 01711025876 (টিএসসি) 8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET) 01712180246 (Jahangirnagar University) 01923337010 (জাহাঙ্গীরনগর) 01681212777 (এনাম ম্যাডিক্যাল) ডাঃ সনেট: 01711733175 (শাহবাগ) ডাঃ টিপু: 01714107670 (শাহবাগ) ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪৩২০৫ সাগর- ০১৯২৫১৫০২০৪ সাভার : এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা। মোবাইল: ০১৬৮১২১২৭৭৭, ০২-৭৭৪৩৭৭৮-৮২ এটা দ্রুত ছড়িয়ে দিন।

নেগেটিভ ব্লাড এখন খুব জরুরী দরকার  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।