আমাদের কথা খুঁজে নিন

   

আজ সারা দিন আমি শুধু কাঁদব

নিজের আলাদা একটা পরিচয় তৈরির চেষ্টায় আছি। আজ সারা দিন আমি শুধু কাঁদব, না ই বা বড় হলাম তোমার মতো, পৃথিবীর আঁচলে লোকায়ে মুখখানা, সারা শহর আজ ভাঁসাব লোনাজলে। আজ এই অঝর বর্ষনের শীতল দিনে, আমার হৃদয়খানি জোড়াব পরম মায়ায়, বৃষ্টির শব্দ আর আমার ভেজা নীল কন্ট, মেঘের গর্জনে মিশে হবে একাকার। আজ সারা দিন আমি শুধু কাঁদব, বের করে দেখব পুরোনো সব চিঠি, বৃষ্টির পানিতে সবই ভিজিয়ে দিয়ে, আজ আমি নতুন সুনালী সকাল হবো। আরো একবার আজ আমি চলে যাব, তোমার আর আমার একান্ত নিরব অতীতে, আমাদের বুনা স্মুতি ঘরে হারাব আরেকবার, রাজহংসীর মতো ঘুরে ঘুরে দেখবে আমায়। সকল ব্যার্থতা আজ আমি অতীতকে দেব, আগামীর জন্য আজ রাখব কিছু নতুন স্বপ্ন, তোমাকে চিরদিনের মতো বিদায় দিয়ে, আজ সারাদিন আমি শুধু কাঁদব। যা পারি নি এই ক্ষুদ্র জনমে আমার, শক্তিমানের কাছে আজ শক্তি চাইব, শিকল ছিড়িবো পশ্চাৎপদ হবে উন্মুক্ত, সবই আমি করিব জয়.... একে একে। নতুন কোন চাকরীর সন্ধানে নয়, নয় আরো বড় কোন পাওয়া নিয়ে, এমনকি তোমাকে পাওয়ার জন্যও নয়, নিজেকে ভালোবাসার জন্য শুধু কাঁদব। ------------------------------------ লেখক , ওবায়দুল হক সিপন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।