আমাদের কথা খুঁজে নিন

   

এক পায়ে নুপুর তোমার,তোমার অন্য পা?

এক পায়ে নুপুর তোমার,তোমার অন্য পা? - পুড়ে গেছে মানুষের পাপে । (এই পায়ে তোমাদেরই মত এক্কা দোক্কার সখ্য ছিল খুব , পরে অবশ্য তোমাদের সভ্যতা পা দুটো কিনে নেয় কলে !) এক পায়ে নুপুর তোমার, তোমার শরীর?- ছিরে গেছে মানুষের লোভে। (এই শরীরে তোমাদেরই মত আনন্দ বেদনার ঋতু ছিল সব, পরে অবশ্য তোমাদের রাষ্ট্র শরীরটা ইজারা নেয় দাসখতে! ) এক পায়ে নুপুর তোমার, তোমার মুখ?- পিষে গেছে মানুষের ক্লেদে। (এই মুখে তোমাদেরই মত আনন্দ- বেদনা ছবি আঁকত খুব, পরে অবশ্য তোমাদের কোষাগার লুটে নেয় মুখটা হিসাব কষে! ) এক পায়ে নুপুর তোমার, তোমার হাত?- পচে গেছে মানুষের বিষে। (এই হাতে তোমাদেরই মত গড়তো জীবন ক্লান্তি গিলে ফেলে, পরে অবশ্য তোমাদের সমৃদ্ধি লিখে নেয় সেই হাত মোহরের প্রেমে!)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।