আমাদের কথা খুঁজে নিন

   

অবুঝ মেয়ে (গান)

ৃৃৃৃৃ অবুঝ মেয়ে (গান) --স্থায়ী-- আমার দিন কি যাবে বয়ে একা একা পাবো কি পাবোনা তোর দেখা আমি একলা নদী একলা ছুটি তোর পথ চেয়ে থাকিস বসে দূরে ওতুই ওরে অবুঝ মেয়ে ।। --১ম অন্তরা-- এই বুকেতে চর জমেছে তুই বৃষ্টি ধারা দেনা রে দেনা মেয়ে এবার একটু ধরা পর হয়েছে বন্ধু-বান্ধব সকল আপন জন তোর তরে মেয়ে আমি নিসি নির্বাসন আমি একলা নদী একলা ছুটি তোর পথ চেয়ে থাকিস বসে দূরে ওতুই ওরে অবুঝ মেয় --২য় অন্তরা-- দুচোখেতে স্বপ্ন মেখে আছি তোর আশায় স্বপ্নের মাঝে ওরে তুই জীবনেতে কোথায় ভাঙে নদীর দুকূল ভাঙে আমার মন বুঝলি নারে মেয়ে তুই কত যে আপন আমি একলা নদী একলা ছুটি তোর পথ চেয়ে থাকিস বসে দূরে ও তুই ওরে অবুঝ মেয়ে আমার দিন কি যাবে বয়ে একা একা পাবো কি পাবো না তোর দেখা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।