আমাদের কথা খুঁজে নিন

   

হে মোর বঙ্গ

একি বঙ্গ। তোমার নয়নে বলো এ কিসের জল। তোমারতো আজ খুশির দিন। তব ছেলের বুকে জেগেছে বিজয় বল। দেখ সবার মনে বাজছে খুশির বিন।

হয়ে তুঙ্গ। তারিয়েছে ঐ পাক হানাদার। যারা মেরেছে তোমার অনঘ ছেলে। অত্যাচার নির্যাতন ছিল যাদের কারবার। যারা এসেছিল তব বুকে বন্ধুর ছলে।

দেখ আজ। রক্তিম আভা আজ তোমার সবুজ বক্ষে। যে রক্তে আকা তব স্বাধীন নিশান। যে লাল এনেছে খশির জল সব চোক্ষে। যে রক্তের তরে আজ বাংলায় গাই গান নব সাজ।

তব বক্ষে নদীর শব্দ কল্লোল। ঝর্ণার ছুটে চলা সাগর পানে। মুক্ত হাওয়ায় দুলছে বৃক্ষ অবিচল। সব প্রান মুগ্দ আজ পাখির গানে। ( মোঃনাজমুল হক ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।