আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন সেই সকাল

মন ভাল নেই সকাল থেকেই আজ লাজুক রাঙা ভোরের সূর্যটা ছিল মেঘে আড়াল ভোরের বেলার ফুরফুরে বাতাস ছিল না আর ছিলে না তুমি পাশে -তাই বিষন্ন এই সকাল হাতঘরিটা পাইনি খুঁজে দেরিতে পেয়েছি চা্বি খোজাখুজি করতে গিয়ে অফিসের গাড়ীটা মিস করি। পাবলিক গাড়ীতে চড়ে ট্রাফিক জ্যামে আটকা পড়ে অফিসে হলো দেরি; বস রেগে তাই লাল সকল শোকের একই কারণ বিষন্ন সেই সকাল। তুমি ছিলেনা তাই মরার বৃষ্টি আর এমনই পোড়া কপাল মন ভাল নেই কারণ একটা্ই বিষন্ন সেই সকাল।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।