আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ছবি কিছু কথা-বদলে দিতে পারে জীবনের খাতা, মুছে যাবে কিছু পাতা

পথ্য তো রোগীরও লাগে না ভালো! যদিও এটা তার রোগ সারিয়ে তুলতে সাহায্য করবে,তথাপিও! দুনিয়ার জীবনের শেষ ঠিকানা; 'মৃত্যু' তোমাকে এখানে পৌঁছায়ে দিবেই। আর এই 'মৃত্যু' ই তোমার আখিরাতের দুয়ার, এই দুয়ার দিয়ে তোমাকে প্রবেশ করতেই হবে। স্বীকার কর আর নাইবা কর। এক জীবন, এক দেহ, এক মন...একমুখী এই যাত্রার গন্তব্যও এক; নো রিটার্ন টিকেট; চিরস্থায়ী বাসস্থানও এক - 'জান্নাত' অথবা 'জাহান্নাম'; অন্য কোন চ'য়েস দেওয়া হবে না। এখানে, যেতেও হবে একা।

সুতরাং,'মৃত্যু' আসার আগেই সতর্ক হই। এই দুনিয়াতে 'আপনি' চাইলৈ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, পাইলট, বিজ্ঞানী হতে পারবেন কিন্তু আখিরাতে 'আপনি' কেবলই দু'টির একটি হতে পারবেন। ''সফল'' অথবা ''বিফল'' । “তোমরা কি আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কারো আনুগত্য করতে চাও ? অথচ আকাশ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিস ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তাঁরই আনুগত্য করে যাচ্ছে। আর সকলেই তাঁর কাছে ফিরে যাবে।

” (আল ইমরান ৩৮ ) ইবাদত কর সে ভাবে যে ভাবে আমাকে ইবাদত করতে দেখেছ (সহীহ বুখারী ১ম খন্ড বুক অফ আযান ১৮ অধ্যায় হাঃ নং ৬০৪) নিশ্চয় সালাত সব অশ্লীল ও খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে (সূরা আনকাবুত- ৪৫) যে রাসুলের আনুগত্য করে সে আল্লাহ্‌রই আনুগত্য করলো। আর যে মুখ ফিরিয়ে নেবে আমি তাদের উপর তোমাকে পাহারা দিতে পাঠাইনি। (সুরা নিসা ৪:৮০ ) ‘নিশ্চয়ই রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ’ (সুরা : আহযাব, আয়াত : ২১) আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ নবীর প্রতি রহমত প্রেরণ করেন। হে মুমিনগণ! তোমরা নবীর জন্যে রহমতের তরে দোয়া কর এবং তাঁর প্রতি সালাম প্রেরণ কর। (সূরা আল আহযাব-৫৬)  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।