আমাদের কথা খুঁজে নিন

   

((RJ Rajur ভণ্ডামির পুরা বর্ণনা))

একটু আগে রেডিও আমার ৮৮.৪ এফ,এমে একটা অনুষ্ঠান হচ্ছে। যেখানে সেই লুইচ্চা, তাই মেয়েদের কাছে ব্যাপক জনপ্রিয় RJ রাজু উপস্থাপনা করছে। এই অনুষ্ঠানে একটা পর্ব আছে, যেখানে আগের পর্বের কুইজ বিজয়ীকে অনুষ্ঠানে সরাসরি ডাকা হয়। মজার বিষয় হল, অনেকেই সেই কুইজের sms পাথায় বিজয়ী হওয়ার জন্য। কিন্তু কেউ জানে না যে, এই সব অনুষ্ঠানে শুধু RJ দের পরিচিত মানুষ রাই বিজয়ী হয়।

আজকের পর্বে আসছে একজন মেয়ে নাম রাফাত অন্তি। যার সাথে RJ রাজুর সম্পর্ক খুবিই ক্লোজ। মানে অনেক কাছের মানুষ। তার প্রমান October 28 তারিখে Village Restaurant. তারা দেখা করে। যেটা কিনা নিচের স্ক্রীন সটে দেখা যাচ্ছে।

এই হল কুইজ। তাই দয়া করে এই সব ভণ্ডামি কুইজে অংশ করে নিজের টাকা কেউ খরচ করবেন না। রিফাত অন্তি এর নিজ অ্যাকাউন্ট এর পোস্টের লিঙ্কঃ Click This Link দয়া করে পোষ্টটি শেয়ার করুন। অনেক পোলা পানের টাকা বাচবো। ভণ্ডামির একটা লিমিট আছে।

ঐটাও এই সব RJ গুলা অতিক্রম করেছে। কটু রেডিও আমার ৮৮.৪ এফ,এমে একটা অনুষ্ঠান হচ্ছে। যেখানে সেই লুইচ্চা, তাই মেয়েদের কাছে ব্যাপক জনপ্রিয় RJ রাজু উপস্থাপনা করছে। এই অনুষ্ঠানে একটা পর্ব আছে, যেখানে আগের পর্বের কুইজ বিজয়ীকে অনুষ্ঠানে সরাসরি ডাকা হয়। মজার বিষয় হল, অনেকেই সেই কুইজের sms পাথায় বিজয়ী হওয়ার জন্য।

কিন্তু কেউ জানে না যে, এই সব অনুষ্ঠানে শুধু RJ দের পরিচিত মানুষ রাই বিজয়ী হয়। আজকের পর্বে আসছে একজন মেয়ে নাম রাফাত অন্তি। যার সাথে RJ রাজুর সম্পর্ক খুবিই ক্লোজ। মানে অনেক কাছের মানুষ। তার প্রমান October 28 তারিখে Village Restaurant. তারা দেখা করে।

যেটা কিনা নিচের স্ক্রীন সটে দেখা যাচ্ছে। এই হল কুইজ। তাই দয়া করে এই সব ভণ্ডামি কুইজে অংশ করে নিজের টাকা কেউ খরচ করবেন না। রিফাত অন্তি এর নিজ অ্যাকাউন্ট এর পোস্টের লিঙ্কঃ Click This Link দয়া করে পোষ্টটি শেয়ার করুন। অনেক পোলা পানের টাকা বাচবো।

ভণ্ডামির একটা লিমিট আছে। ঐটাও এই সব RJ গুলা অতিক্রম করেছে। এই কুইজ বিজয়ী info তে লিখা আছে, Radio Amar 88.4 FM worked at radio amar 88.4 fm · Dhaka, Bangladesh · Nov 2010 to Jan 2011। তার মানে উনি আগে RJ ছিল এই FM এ। ভণ্ডামি কত প্রকার ও কি কি? তা এই খানে থেকে বুঝা যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।