আমাদের কথা খুঁজে নিন

   

যৌতুকবিহীন বিনিময় বিয়ে

এটা য়ৌতুকবিহীন বিয়ে। এতে কোন যৌতুক লাগে না। এজন্য দুই পরিবারের মধ্যে একটা চুক্তি হওয়া লাগে। চুক্তিটিও বেশ স্বাধারণ। চুক্তিটি হচ্ছে "আমি তোমার বোন বিয়ে করবো।

তুমি আমার বোন বিয়ে করবা। " কি খুব অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই। এরকমই বিয়ে ইয়েমেনে গরিব পরিবারে হয়ে থাকে। গরিব ভাইয়েরা বোনের বিয়েতে যৌতুক দিতে না পেরে এরকম পথই শেষে অবলম্বন করে। এটা য়ৌতুক বিহীন বিয়ে।

এটা হয়তো অনেকের কাছে ভাল মনে হতে পারে। আসলে এটা তেমনটা নয়। এর ভয়াবহ পরিণতিও হতে পারে। এই যে ধরুন, আপনি যৌতুকবিহীন বিনিময় বিয়ে করলেন। কয়েক বছর সংসার করার পর আপনি আপনার স্ত্রীকে তালাক দিলেন।

এতে কি হবে? আপনার বোন অন্যের সঙ্গে সুখে থাকার পরেও আপনার বোন কিন্তু প্রতিশোধ হিসেবে তালাকপ্রাপ্ত হবেন। মুসলিম পন্ডিতরা এ বিয়ের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। তারা বলেন, এসব বিয়ে ইসলামি নয়। এসব বিয়ে বন্ধ করা উচিত। কিন্তু গরিব ইয়েমেনরা মনে করেন, এধরণের বিয়ে দুই পরিবারের মধ্যে আত্মীয়তার ও পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।