আমাদের কথা খুঁজে নিন

   

জলিল-বর্ষা কি আসলেই পিৎজা হাটের ঘটনায় সমর্থনযোগ্য ?

ষাইফ গল্পের পাতা থেকে উঠে আসা মানসিক ভাবে অসুস্থ একটি চরিত্র ! ষাইফ একজন ভাম্পায়ার :) তিনি সকল গ্রুপের মানুষের বিশুদ্ধ নিরাপদ রক্ত পান করেন ! তিনি একজন স্বাস্থ্য-সচেতন ভাম্পায়ার :) আমার কথাগুলা আমি কাউরে বুঝাইতেই পারলাম না, বাংলাদেশে সাকিব খানকে নিয়েও কম পচানো হয় নাই তবে জলিলকে নিয়া বেশি পচানোর কারন জলিল সেই সুযোগ তৈরি করে দিয়েছে ! যা হোক, এইখানে কথা যতোখানি অনন্তের জন্য তার থেকে বেশি বর্ষার জন্য, একজন সেলেব্রিটি হিসেবে সে যা করেছে তার জন্য তীব্র নিন্দা জানাই আমি ! তর্কের খাতিরে মেনেই নিলাম যে ঐ মেয়েটা ভয়াবহ একটা অপরাধ করেছে, তাহলে বর্ষা কি করলো ? আমি কখনোই এদের নিয়ে কথা বলতে আগ্রহী ছিলাম না, তবে আজকে তাবৎ তাবৎ লোকদের এদের পক্ষে সাফাই গাইতে দেখে আর পারলাম না, মুখ খুলতে বাধ্য হলাম ! প্রথম ব্যাপার, প্রধানমন্ত্রী দেশ এবং দশের জন্য অনেক কিছু করেন বলে তার একটা অপরাধ আমরা মেনে নিতে পারি না আর সেইখানে বর্ষা তো দূরের কথা ! দ্বিতীয় ব্যাপার, আমার পরিবারকে নিয়ে কেউ কটূক্তি করলে অবশ্যই আমার খারাপ লাগবে এবং আমি এর প্রতিবাদ জানাবো, তবে আমার পরিবারের কেউ যদি নিজেই নিজের ঢাক ঢোল পিটাতে থাকে এবং যেই ঢোলের বাদ্যের যোগ্য সে না তখন তাকে কেউ যদি পিৎজা হাটে সেই ঢোলের বাদ্যটাই শুনায় তাহলে কি করার আছে ? আমি নিশ্চয় কারো সাথে মারামারি করতে পারি না, খেয়াল করেছেন নিশ্চয় ছোটবেলার পড়া আদর্শলিপি বইতে লেখা ছিলো, ব্যবহারে বংশের পরিচয় ! তৃতীয় ব্যাপার, আপনাদের কথায় আমি মেনে নিচ্ছি জলিল আমাদের সিনেমার জন্য আশির্বাদস্বরুপ, এখন যতো ভালো ছবি হচ্ছে সব জলিলের কারনে ? রানওয়ে, গেরিলা, মনপুরা সহ আরো বাকি কিছু ছবি এবং আপকামিং বেশ কিছু ছবি যা ইতিমধ্যে আলোড়ন ফেলে দিয়েছে এইগুলা কি কোন ভাবে জলিলের কারনে কিছু একটা হয়েছে ? টাকা পয়সা বা ভিজুয়াল গ্রাফিক্স দেখিয়ে ভালো সিনেমা বানানো যায় না, আর জলিল ভালো সিনেমা বানায়নি, মানছি যে সে বিপুল সংখ্যক দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে গেছে কিন্তু তার মানে এই না যে সে ভালো সিনেমা বানিয়েছে, তবে তার সাহসিকতাকে আমি সাধুবাদ জানাই ! তবে আমি আবারো বলছি সে কোন ভাবেই একটি ভালো সিনেমা বানাচ্ছে না, সুতরাং জলিল-বর্ষার সাত খুন আমি মাফ করতে পারছি না ! আমি স্বীকার করছি সেখানে মেয়েটা যা করেছিলো তার জন্য সে দায়ী ছিলো সম্পূর্ণভাবে কিন্তু পরে যেটা ঘটেছে সেটার জন্য অবশ্যই হাজারো গুন বেশি দোষী বর্ষা ! আমার জানার বা বুঝার ভুল থাকতেই পারে, আশা করবো এমন কিছু হলে আপনারা আমাকে ব্যাখ্যা করবেন, স্বাভাবিকভাবেই মানুষ মাত্র ভুল করে, আর আমি ভুল হলে ক্ষমা চাইতে আপত্তি করবো না, একি কথা বর্ষার জন্য প্রযোয্য ! পুনশ্চঃ প্রথমে আমার ফেসবুক স্ট্যাটাসে প্রকাশকৃত !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।