আমাদের কথা খুঁজে নিন

   

~~~~ স্মরণে আসে না প্রভু ~~~~

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) স্মরণে আসে না প্রভু তবু জিজ্ঞেস করি ; কভু পরাজনমে কি তোমার আজ্ঞা ................ করেছিলাম হেয় ? তোমার পানে - আমার দীনতা ........ মৌন - হীনতা - প্রজ্ঞা ......... হয়েছিলো অপরিমেয় ? স্মরণে আসে না প্রভু জিজ্ঞেস করি তবু , পরাজগতে আমি পাপী হলাম কিভাবে ........................... পুন্যের আশ্রয়ে ! পাপের সে সাজা নাহয় দিবেই যবে' ................. কেন জমিনের নির্বাসনে ! কিভাবে হলাম পাপী - .............. কেন রেখেছিলে এতোটা প্রশ্রয়ে ? কি ভুলের খেসারতে আজ আমাকে আকাশের নীলে স্বপ্ন দেখতে মানা ? কি পাপের অজুহাতে , জীবনের উল্লাসে হতে হয় আনমনা ? কোন যুক্তিতে - .... আজ আমার এ রাতভর তারাগোনা ? বুঝে আসে না দয়াময় , কেন আজ আমাকে - ...... স্তব্ধতার নীরবতা , ............................ কান পেতে শুনতে হয় ? কেন বারবার পরাজিত হয় হৃদয় ? কি অভিশাপ অর্জনে , আজ আমার এ প্রাপ্তি ? কেন আমার কণ্ঠায় এতো অতৃপ্তি ? ' বিবোধের ' দেয়া বেদনায় কেন , ....... এই অবুঝ অন্তর হয় উত্তপ্ত ? হে মালিকে জমিন - শুন্য আসমান , ....... আমি কি এতোটাই অভিশপ্ত ? অনেক হয়েছে অযাচিত যাতনা মুক্তির রায় আজ - ..................... নিজেই বাতিলাম ঘোষণা , স্মরণে আসে না যদিও তবু কভু পাপ যদি করিও , পাপের সে সাজা , করেছে অতিক্রম ন্যায্যের সীমানা , হে সৃষ্টির বিধাতা , আমি আর কষ্ট পেতে চাই না ! স্মরণে আসে না প্রভু জিজ্ঞেস করি তবু , জানতে এ মন অবাধ্য হয় ; কি ইনসাফে তুমি মোরে - বাঁচিয়ে রেখেছ আজো দুনিয়ায় , .................... এতোটা অভাগা করে ? ( ০৬/০২/২০০৬ , নীহারিকা , ঢাকা ) ছবিঃ ইন্টারনেট ।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।