আমাদের কথা খুঁজে নিন

   

৩২ জিবি+১৬ জিবি মেমরি থেকে মুছে গেল। সাধের গ্যালাক্সি নোট !

আমি স্যামসাং গ্যালাক্সি নোট ব্যবহার করতাম। ইনবিল্ট ১৬ জিবি আর ৩২ জিবি'র মেমরি কার্ড । এমন ঘটনা আমি কোনদিন দেখিনি+কারো কাছে শুনিওনি। কিছুই করলাম না, নেটও ঘাটাঘাটি করছিলাম না। গ্যালাক্সি নোট (ন ৭০০০ মডেল) আমার কম্পিউটারে লাগিয়ে দেখি মেমরিতে কিচ্ছু শো করছে না।

সব মুছে গেছে । আমার জানামতে আমার ডেস্কটপে কোন ভাইরাস ছিল না। আমার দরকারি শত শত ছবি, আমার ছোট মেয়েটার কত গুলো ভিডিও আরো দরকারি কত কিছু যে মুছে গেল । আমার এই ক্ষতি কে পুষিয়ে দেবে ? কেন এমন হল? আমার নোটেও এভাস্ট এন্টি-ভাইরাস ইন্সটল করা ছিল। তার মানে এন্ড্রএড ফোনে আমার ডাটা'র কোন নিরাপত্তাই থাকলো না।

তাই আজ থেকে এন্ড্রএড ফোন বাদ । আগামিকাল থেকে আইফোন ৪ । পরে সুযোগ হলে ৪এস অথবা আইফোন ৫ নিয়ে নিবো ইনশাল্লাহ। ডাটা মুছে যাবার ব্যাপারে আপনাদের মতামত জানতে চাই। গ্যালাক্সি নোট বাদ দিয়ে আইফোন ব্যবহারের ব্যাপারেও আপনাদের পরামর্শ চাই।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।