আমাদের কথা খুঁজে নিন

   

রিটার্ন দাখিলে ব্যর্থ হলে জেল-জরিমান-এটা কি কয় ...আর যাদের টিন নাম্বর নাই মানে দুই নাম্বারি করে আয়কর ফাকি দিতেছে তারা মাফ।।

নির্ধারিত সময়ের মধ্যে যারা আয়কর বিবরণী(রিটার্ন)জমা দিবেন না তাদের বিরুদ্ধে জেল ও জরিমানাসহ কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। এ সম্পর্কে এনবিআর কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সদস্য এম এ কাদের সরকার বাংলানিউজকে বলেন, যারা নির্ধারিত সময়ের মধ্যে আয়কর জমা দিবেন না তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। এক্ষেত্রে জেল বা জরিমানাসহ উভয় দণ্ড হতে পারে। রিটার্ন দাখিলের পরিমাণ সন্তোষজনক নয় স্বীকার করে তিনি বলেন, সার্কেল অফিসারদের কঠোর ভাবে নির্দেশ দেওয়া হবে যারা রিটার্ন জমা দেননি তাদের ব্যাপারে তদন্ত করার জন্য। তিনি আরো বলেন, লোকবলের ভাবে সবার উপর নজরদারি করা সহজ নয়।

তারপরও আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাবো। এনবিআর থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য মতে, এ পর্যন্ত বিভিন্ন কর অফিস থেকে প্রায় ৩৭ লাখ টিআইএন ইস্যু করা হয়েছে। এদের মধ্যে প্রায় ছয় লাখ কর শনাক্ত নম্বরধারী (টিআইএন) তাঁদের বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত প্রায় ৩১ লাখ টিআইএনধারী তাদের আয়করের বিবরণ জমা দেননি। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, করযোগ্য আয় থাকুক বা না থাকুক, কর শনাক্তকরণ সংখ্যাধারীদের (টিআইএন) বার্ষিক আয়কর বিবরণী জমা দেয়া বাধ্যতামূলক।

অর্থাৎ প্রায় ৩৭ লাখ টিআইএনধারীর সবার আয়কর বিবরণী বাধ্যতামূলক ভাবে জমা দিতে হবে। এছাড়া আয়কর বিবরণী জমা না দিলে জেল-জরিমানার বিধান রয়েছে। নির্ধারিত সময়ে আয়কর বিবরণী জমা না দেওয়া হলে পরবর্তী সময়ে স্বেচ্ছায় জমা দেওয়ার ক্ষেত্রে এককালীন ১ হাজার টাকা এবং পরবর্তী প্রতিদিনের জন্য বাড়তি ৫০ টাকা হারে জরিমানা করা হবে। তবে যৌক্তিক কারণ দেখিয়ে কেউ সংশ্লিষ্ট কর অঞ্চলের সহকারী কর কমিশনার বরাবর আবেদন করলে নির্ধারিত সময়ের পরও বিবরণী জমা নেবে এনবিআর। তবে এনবিআর নোটিসের ভিত্তিতে আয়কর না দেওয়াসহ রিটার্ন দাখিল ব্যর্থতায় সর্বোচ্চ ৩বছরের দণ্ডের বিধান রয়েছে বলেও জানিয়েছেন প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে, দুই দফা আয়কর বিবরণী জমা দেওয়ার সময় বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তাই ১৫ নভেম্বর পর্যন্ত জরিমানা ছাড়া আয়কর বিবরণী জমা দেওয়া যাবে। এর আগে প্রথম দফায় আয়কর বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। নিয়ম অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যক্তিশ্রেণীর আয়কর জমা দেওয়ার সময়। এনবিআর সূত্রে জানা যায়, ২০১২-১৩ অর্থবছরে এনবিআরের মাধ্যমে রাজস্ব আহরণের লক্ষমাত্রা ১ লাখ ১২ হাজার ২৫৯ কোটি টাকা।

এর মধ্যে আয়করের মাধ্যমে আহরণ করা হবে ৩৫ হাজার ৩০০ কোটি টাকা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.