আমাদের কথা খুঁজে নিন

   

পথশিশুদের নিয়ে “রেডিও তারুণ্যর” নতুন প্রোগ্রাম “শুকনো ফুল রঙ্গিন ফুল”....................

পেটের দায়ে- তপ্ত রোদেও ঘুরে যারা, আশ্রয়হীন শীর্ণ ঐ দেহ বেয়ে! বৃষ্টি এলেও ভিজে যারা, শুশ্রুষাবিহীণ শত অসুখ বাঁধিয়ে! পরনে ছেঁড়া বস্ত্র বেঁচে থাকার অদম্য ইচ্ছাই যাদের অস্ত্র! মলিন মুখগুলোতে থাকেনা হাসির রেখা কিন্তু তারাও তো মানুষ অধিকার আছে উড়তে মেলে পাখা ! পথশিশুরাও মানুষ…ওদেরও আছে বেঁচে থাকার অধিকার…ওদের ইচ্ছে করে বলতে ওদের কথা…আর তাই ওরা আসছে “রেডিও তারুণ্য” তে “শুকনো ফুল রঙ্গিন ফুল” অনুষ্ঠানে…যেখানে ওরা বলবে ওদের কথা…ওদের না বলা কথা…ওদের ইচ্ছের কথা…ওদের জীবন যাপনের কথা…এবং প্লে করা হবে ওদের পছন্দের গান… প্রতি সপ্তাহে একটি পথশিশু থাকবে "রেডিও তারুণ্য"র এই প্রোগ্রামে...আমরা শুনবো তার কথা...এবং প্রোগ্রামের পর তাকে দেওয়া হবে ৫০০ টাকা পুরস্কার (অন্তত একদিনের জন্য হলেও তো শিশুটির মুখে হাসি ফুটাতে পারবো আমরা...এটাই হবে আমাদের অর্জন)...ওদের শুনতে ভুলবেন না কিন্তু…মনে রাখবেন আপনার আমার মত ওরাও মানুষ…........ ***আগামি ৭ই নভেম্বর থেকে প্রতি বুধবার রাত ১০টা থেকে শুনতে পারবেন এই অনুষ্ঠানটি....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.