আমাদের কথা খুঁজে নিন

   

The[ডি] জি টাল ছ্যাকা

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। আসলে সবই কপাল, আমরা কথায় কথায় এইডা খুবই কই, আমিও কই প্রচুর। শুক্রবার থেকে ইনকূর্চ শুরু হইতেছে, একটু পড়া লাগেই, নাইলে তো বাপ মা কইবো যেহেতু পরস না, তাইলে চাকরি ধর। তাই এক প্রকার বসা আরকি। জাওজ্ঞা, আমি কক্ষনই এট আ টাইম একটা কাম কাজ করতে পারি না, যেমন, কমডের প্যানে বইসা দাঁত মাজা এইটা আমার একটা কমন কাজ।

টাইমটা পুরাপুরি Utilize করা। পড়তে বসার আগে গানের ড্রাইভে যাইয়া যা ফোল্ডার আছে, Cntrl+A চাইপ্পা সিলেক্ট কইরা সব নিয়া ফেললাম Gom Player এর window তে। Shuffle এ ক্লিক কইরা প্লে দিয়া হুতলাম বিছানাত, আমি হুইত্তা হুইত্তাই পড়ি। শুরু হইলো মাইলস এর "ফিরিয়ে দাও" এর পর তাহসান এর "আলো আমার হইলো না" লিস্ট চেক করলাম প্লে লিস্টে প্রায় ২হাজারের কাছাকাছি গান। যেই বইটা ঘাটতেছি, এমন সময় শুরু হইলো, গজব প্রেম কি আজব কাহিনীর "কেছে বাত্যায়ে" নিজের অজান্তেই কইয়া বইলাম, " সবই দেখি ছ্যাকা খাওয়া গান " এর পর 3 Doors Down এর "I here without you baby" মাত্থা গেল গরম হইয়া।

কি আর কইতাম, প্রায় ঘন্টার উপরে যা গান শুনছি, সব গুলাই ওই টাইপ গান। চুলার আসে পাশে না যাইয়াও, কেন জানি মনে হইতাছিল, ছ্যাক খাইছি। :p The জি টাল মিডিয়া ছ্যাকা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।