আমাদের কথা খুঁজে নিন

   

তসলিমা -সুবর্ণা গুরু আর চৈতি প্রভারা শিষ্য-হায়রে বাংলা চ্যানেল।

আমার ধারণা বিছানায় রাতে স্বামী কিভাবে স্ত্রীকে আদর করেন এই ধরনের প্রোগ্রাম বাংলা চ্যানেল গুলো প্রচার করা শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে সুবর্ণা-সৌদ দম্পতি দারুন করবেন। সাক্ষাৎকার দিতে এসে যারা চুমোচুমি করেন। সৌদ সুবর্ণার গায়ে হাত দিযেছেন বারবার। যারা দর্শকদের দেখাতে চান তারা দারুণ সুখি।

যারা বুঝাতে চান তারা প্রেমে আছেন। তারা পর্ণোগ্রাফি করে মুভি বাজারে ছাড়তে পারেন। একটা বিশেষ শ্রেণীর দর্শক তা দেখে মজাও পাবে। নির্মাতার পকেটে টাকাও আসবে। অভিনয় দিয়ে তো আর কিছুই করার যোগ্যতা নাই।

তাই কুকীর্তি করে আলোচনা্য় থাকা। হালের জয়া আহসান,তারিন,রোকেয়া প্রাচি,তিশা,সুমাইয়া শিমু প্রমুখ সুবর্ণার চেয়ে অভিনয়ে কম নয় কোন ভাবেই। আবার তারা ইয়াংও বটে। তরুনরা তাদের অভিণয় পছন্দও করে অনেক বেশি্ । সুবর্নার ধারনা স্বামী কচি হলে তাকেও কচি মনে হবে।

হয়েছে উল্টোটা । তাকে আগে এভার গ্রীন মনে হতো। এখন বৃদ্ধা। সৌদকে তার ছেলের মতো মনে হয়। সেই ছেলে আবার সবার সামনে তাকে ধরবে চুমু খাবে।

কতটা অসভ্যতা। যে অভিনেত্রি ৫৫ বছর বয়সে রোমানঞ্চ ছাড়া অভিনয় করতে পারেন না। অচল। সে আবার অভিনেত্রি কিসের। ফরীদি ছিলেন অভিনেতা ।

তার কাশি দেখলেও কাশতে ইচছা করবে। সব ধরণের অভিনয় ফুটিয়ে তুলতেন দারুণ দক্ষতায়। তার খারাপ চরিত্রের অভিনয়েওতাকে ইনোসেন্ট মনে হত। বৃদ্ধের চরিত্রেও তিনি তরুণ। তার কাছে থেকেও সুবর্ণা সেই ম্যাজিক শিখতে পারেন নাই।

এখন তিনি ভাল চরিত্রে অভিনয় করলেও নিষিদ্ধ শুরশুরি লাগে। বৃদ্ধা বয়সেও তিনি এখন অসভ্যতার গুরু। । প্রভা চৈতিরা তার শিষ্য। আর সৌদ থেকে ভদ্র প্রতিষ্ঠিত রমনীরা সা্বধান।

ভুল হলে ক্ষমা চাই।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।