আমাদের কথা খুঁজে নিন

   

মন হারা মন

অরুণালোক মনটাকে মন খোঁজে মনের ভেতর। মনে মনে জনে জনে, নাই বে-খবর- কোথায় যে চলে গেছে মন ফাঁকি দিয়ে। মন খোঁজে মনটাকে একাকী হয়ে। সবুজ দূর্বাঘাসে নাই মন নাই বহতা নদীর সোতে পাওয়া যাবে খোঁজ! পাহাড়ের বুকে বাজে বাতাস শানাই সুর খোঁজে মনটারে এভাবেই রোজ। নীল আসমানে মন করে সন্ধান।

সাদা মেঘ তরী বেয়ে গেয়ে ফেরে গান- যদি কোনদিন ফের মন খোঁজে পায়। মন খোঁজে ফেরে মন মনের আশায়। নাই নাই মন তবে মন গেলো কই নিঃস্ব, শূন্য করে একেবারে ফাঁকা! হারিয়েই গেছে মন, ছিলো এখানেই মন হারা মনে শুধু স্মৃতি আছে আঁকা। রচনা: পূর্ব মণিপুর, কাঁঠালবাগান, সেকশন- ২, মিরপুর, ঢাকা- ১২১৬। রাত: ১২:৪৫মিনিট।

৬ মে, ২০১৩। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।