আমাদের কথা খুঁজে নিন

   

আমার কিছু কথা………… নো মোর রোহিঙ্গা (সহমত হলে শেয়ার দিন)

আমার লেখা পড়ে.................. আপনি দয়ালু মানুষ । অন্যের কষ্টে আপনার মন কাদে । পাশের গ্রাম থেকে বিতাড়িত লোকমানকে আপনার বাড়িতে আশ্রয় দিলেন । ক্রমান্বয়ে দেখতে পেলেনযে সে আপনার শত্রুর সাথে হাত মিলিয়ে আপনার ক্ষতি করছে । তার মূল বাসনা আপনার সম্পদ দখল করা ।

এরপর আপনি কি করবেন? ক’দিন পর আবার লোকমানের ভাই সালামও বিতাড়িত হলো, আপনি তাকেও আশ্রয় দিলেন । এর ক’দিনে মাথায় আপনি দেখলেন সালামের প্ররোচনায় আপনার সন্তান মাদকাসক্ত হয়ে গেছে । এর পর আপনি কি করবনে? তারপর তাদের ভাই করিমও নিজ গ্রাম থেকে বিতাড়িত হলো, এখন আপনি কি করবেন?! কদিন ধরেই মায়ানমারের রাখাইন প্রদেশ আবারও উত্তপ্ত । রোহিঙ্গা মুসলিম আর বৌদ্ধদের ভিতর হানাহানির ঘটনা চলমান । এই ধরনের ইস্যুতে বাংলাদেশে প্রায় তিন লাখ রোহিঙ্গা আশ্রিত ।

এই আশ্রিত রোহিঙ্গারা এদেশে কম বদমায়শি করেনি । “আমার বাড়ী আমার ছাও, আমারে কয় ম্যাও” । কক্সবাজার ও তার আশেপাশের এলাকায় মাদক, অস্ত্র ব্যাবসার বড় অংশই নিয়ন্ত্রণ করছে এই রোহিঙ্গারা । কিছু অসৎ রাজনিতীবিদ ও সরকারী কর্মকর্তার যোগসাজছে এরা বাংলাদেশী পার্সপোর্ট ব্যবহার করে বিদেশে যেয়ে আকাম-কুকাম করে দেশের কম বদনাম করেনি । তারা এ দেশে বড় শান্তিতে আছে ।

বাচ্চা পয়দা করছে বিয়ে করছে ব্যাবসাও করছে । সরকারী সাহায্য পাচ্ছে । বিদেশী বিভিন্ন দাতা সংস্থার সাহায্য পাচ্ছে । অথচ বাংলাদেশীলও এত শান্তিওত নেই । কিন্তু কৃতজ্ঞতা বোধ বলে কিছু আছে বলে মনে হচ্ছে না ।

মাছে ভাতে বাঙ্গালী নরম প্রাণের । শত্রুর কষ্টেও বাঙ্গালী অস্থির হয়ে উঠে । বর্তমানে রোহিঙ্গাদের কষ্টটে বাংলাদেশীরা অস্থির হবেন এটাতো স্বাভাবিক । তার উপর আছে কিছু মিথ্যা প্ররোচনা । একটা শ্রেণী বিভিন্ন ভুয়া ছবি নেটে পোষ্ট করে মানবিক বাংলাদেশীর আবেগকে উসকে দিচ্ছে ।

ছবিগুলোযে ভুয়া কয়েকদিনের মধ্যে তা ধরাও পড়ছে । আপনার কি মনে তারা এ ভুয়া (সিনেমার স্টিল ছবি- ধর্ষিত কিশোরীর মৃত দেহ, মসজিদের জলন্ত ছবি) ? তারা মুসলিম মুসলিম বলে চিৎকার করছে । অনেকের নিজের ধর্মের প্রতি বাড়তি একটা টান আছে । সেটা নেই কোন কথা নেই । কিন্তু আপনার ধর্মের লোক যদি অর্ধামিকের কাজ করে তারপরও কি আপনি তাকে বুকে জড়িয়ে রাখবেন ।

মনে রাখবেন বদলোকের কোন ধর্ম নেই , তার ধর্ম বদমায়শি । খুব সুক্ষভাবে একটি জঙ্গীগোষ্ঠী এ রোহিঙ্গাদের কাজে লাগাচ্ছে, কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে । আপনি ধর্মপ্রাণ মুসলমান । ধরে নিলাম আপনি ইসলামি শাসন চান সত্যিকার ভাবে । এবার আপনিই বলুন- ভোট ব্যাবস্থায় চুরির মাধ্যমে ক্ষমতা গ্রহন ইসলামকি সমর্থন করে ? যদি আপনার উত্তর হ্যা হয় তা হলে আপনার কাছে বিনীত অনুরোধ – অন্যের কথা নয় সে যত বড় জ্ঞানী হোক না কেন, আপনি কোরাণ হাদীস নিজে ঘেটে দেখুন ।

এ দেশের জামায়ত-ই-ইসলামি ও আরো কয়েকট িজঙ্গী গোষ্ঠী মিথ্যা কাগজ-পত্র তৈরী করে রোহিঙাগাদের এদেশের নাগরিক বানাচ্ছে শুধূ মাত্র ভোটের রাজনিতীতে । এটা কি সত্য পথ? এটা কি ইসলাম সমর্থণ করে? মোটওে না ! মোটওে না!! মোটওে না!!! বর্তমান সময়ে রোহিঙ্গাদের সরকার নৌকায় খাবার, পানি এমন কি চিকিৎসা দিচ্ছে । কিন্তু দেশে ডুকতে দিচ্ছে না । রোহিঙ্গা ভাই আমার আপনার জন্য আমি সমব্যাথী কিন্তু আপনাকে কোন ভাবেই আমি আমার ঘরে ঢুকতে দিতে রাজী না । প্রয়োজনীয় সব সাহায্য দিতে রাজি, দিচ্ছিও কিন্তু ঘরে আপনার জায়গা হবে না ।

সরি! আপনারে আমি ঘরে জায়গা দিব আর আপনি আমার দেশে সন্ত্রাসের হাতিয়ার হবেন, সার্বভৌমত্বের ষড়যন্ত্রীদের ইয়ার-দোস্ত হবেন, সেই সুযোগ আপনাকে আমি দিব না । পাতিলের ভাত একটা না অনেক টিপছি । সব ভাত টিপা সম্ভব না । সব জানা বোঝার পরও কিছু মানুষ রোহিঙাগারা মুসলমান এ ইস্যুতে দেশকে উতপ্ত করতে চাইছে মিথ্যা প্রচারণা চালিয়ে । নেটে, ফেবুতে ব্লগে তারা মিথ্যা ছবি ছড়াচ্ছে ।

সরকারের গোয়েন্দা সংস্থার উচিত এদর দিকে নজর দেওয়া । যদি শুধূ মাত্র ধর্মীয় বা মানবিক কারণ হতো তাহলে এরা মিথ্যা পচারণা চালাতো না । এদের লক্ষ্য আরো ভয়াবহ । গোয়েন্দা সংস্থাগুলো চুপ কেন? আর একটা কথা পৃথিবীর আসল পরাশক্তি এ মুহুর্তে মধ্যপ্রাচ্য । হাসলেন? হাসবেন না প্লিজ ।

পৃথিবী চালায় তেল । আমার ধর্মপ্রাণ মুসলমান ভাই আপনার কি একবারের জন্য হলেও মনে প্রশ্ন আসে না- মধ্যপ্রাচ্যের দেশগুলো কেন এখনও আমেরিকা, ইউরোপের কাছে তেল বিক্র করে । তেল ছাড়া প্লেনও উড়বে না ট্যাঙ্কও চলবেনা ? ইসলামে রাজতন্ত্রকে হারাম, হারাম , হারাম বলা হয়েছে । তারপর সৌদী আরবে রাজতন্ত্র থাকে কি-ভাবে ? আপনার মনে কি এই প্রশ্ন একবারও আসে নি?!! রোহিঙ্গা মুসলমানদের ইস্যুতে মধ্যপ্রাচ্যের কি কিছুই করার নেই । যদি তারা বলে যারা মায়ানমারের কাছে তেল দিবে, তাদেরকে সাহায্য করবে আমরা সেই সব দেশের কাছে তেল বিক্রি করবো না ।

তাহলেতো ক্ষমতা সম্পন্ন দেশগুলো মায়ানমারকে চাপ দিত রোহিঙ্গা নির্যতন বন্ধ করার জন্য । কই তারা করছে না কেন?!! নোটসের ছবিটি রামু হামলার সময় একজন রোহিঙ্গার । বুঝেন আমার দেশে আশ্রিত হয়েও কি আনন্দে , সাহসে আমার দেশকেই ভাঙ্গছে । আমার ঘরের সম্প্রিতী নষ্ট করছে !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।