আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামের সেই সাধারণ কৃষক এখন কি করবেন কোট টাই দিয়ে???

ডেসটিনির সাথে আমার পরিচয় হয় সেই ২০০৪ সালের দিকে। তখন আমার স্কুলে একজন নতুন যোগদান কারী শিক্ষক ডেসটিনি সর্ম্পকে বলেন। একদিন খুব ভালো কিছু অফার আছে এবং পার টাইম জব হিসেবে খুব ভালো হবে বলে জানান। আমিও আগ্রহী হোলাম। তারপর একদিন স্যার আমাকে নিয়ে গেলেন ডেসটিনির পল্টন অফিসে।

সেখানে একটি সেমিনারে নিয়ে বসালেন স্যার (ব্রেইন ওয়াশ সেমিনার) সেমিনারের প্রথমে দেখানো হলো আমি যদি ডেসটিনির সদস্য হই তাহলে কিভাবে আমার পার টাইম ইনকাম শুরু হবে। ল্যাফট হ্যান্ড ও রাইট হ্যান্ড এর কার্যক্রম ইত্যাদি ইত্যাদি সুযোগ সুবিধা। তবে যেই বিষয়টি আমি কিছুতেই মানতে পারছিলাম না তাহলো আমাকে একটি পণ্য কিনতে হবে ডেসটিনির কাছ থেকে যার বাজার মূল্য থেকে কয়েক হাজার টাকা বেশী দাম দিতে হবে ডেসটিনির ওয়ব সাইডে এখনো এই ধরনের অফার প্রচারিত হচ্ছে এই ঠিকানায় ক্লিক করুণ http://www.destiny-2000.com/ আর কেন এত বেশী দিয়ে কিনতে হবে তা কিন্তু আগেই ল্যাফট হ্যান্ড রাইট হ্যান্ড এর টপিকসে বলা হয়েছিলো। আমি একজন কে আমার ল্যাফট হ্যান্ড বানালে আমি যেমন ৩০০ টাকা পাবো তেমনি আমার উপরে যারা আছেন তারা ও পাবে। তখন আমার বয়স কম হলেও দেশের প্রতি ভালোবাসা এবং মানুষের প্রতি ভালোবাসা ছিলো অনেক যা এখনও আছে।

আর দেশের মানুষের প্রতি ভালোবাসার কারণেই আমি তখন বুঝতে পেরেছিলাম যে এটা একটা বড় ধরনের চুরি যা কাগজ কলমের দ্বারা করা হচ্ছে। তারপর সেই সেমিনার থেকে চলে আসার সময় আমি আরো এই নিয়ে ভাবি এবং পরের দিন আমার স্যার কে সারাসরি জানিয়ে দেই স্যার আমি এই পারটাইম জব করবো না। তারপর স্যার আর কিছু বলেনি। এরপর আমার অনেক বন্ধু পরিচিত জন আমাকে ডেসটিনির বিষয়ে বুঝানোর চেষ্টা করে। কিন্তু কখনোই কারো কথায় কান দেইনি বরং সবাইকে তখন বলতাম এটা একটি প্রতারোনা মূলক ব্যবসা যেখানে সরাসরি চুরি করা হচ্ছে।

এ ব্যপারে সরকারের ও সমালোচনা করতাম বন্ধুদের কাছে। ততকালীন বিএনপি সরকার এই এমএলএম কোম্পানির অনুমোদন দেয় এবং তাদের সময়ই সাড় দেশে এই কার্যক্রম ছড়িয়ে পড়ে। আর আপনারা সবাই জানেন আমাদের সরকারি এমপি, মন্ত্রী, সচিব, সহ আরো অন্যান্য (দুই চার জন বাধে) সকল কর্মচারীরা দেশের জন্য কাজের পরিবর্তে নিজেদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যলেন্স গোছানোয় ব্যস্ত থাকে। যার সুযোগ কাজে লাগিয়েছে এই সকল এমএলএম কোম্পানি গুলো। বিএনপি সরকার পতনের পর যখন ফখরুদ্দিন সরকার দেশ পরিচালনা করলো তখন সকল দূনীতি বাজদের দোড় ঝাপ শুরো হলো।

আমি মনে করেছিলাম এবার যদি কিছু হয়। কিন্তু কিছুই হলোনা। কোন বাধা প্রাপ্ত্য হয়নি এমএলএম কোম্পানি গুলো। এরপর শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পরও কোন পদক্ষেপ লক্ষ করা যায়নি শুরুতে। হয়তোবা সরকারি আমলাদের ম্যানেজ করে রেখেছিলো এমএলএম কোম্পানি গুলো।

অবশেষে যখন নিবন্ধন বাতিল হয়েছে ৪৫ এমএলএম কোম্পানির তাই আজ আমার মনে হচ্ছে আমার ততকালীন ধারণাটি ভুলছিলোনা যদিও যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। কিভাবে সাধারণ মানুষ তাদের এই ক্ষতি পূরন করবে বলতে পারিনা। গ্রামের সেই সাধারণ কৃষক এখন কি করবেন কোট টাই দিয়ে??? আর যারা নিজের পরিবার আত্মীয় স্বজনদের জড়িত করেছিলেন এই প্রতারণা মূলক ব্যবসায় তারাই বা কি জবাব দিবে??? ছবি: Click This Link ওয়েব হয়তো কেউ কেউ বলবে এটা সরকারের ষড়যন্ত্র। কিন্তু আমি বলবো একটু চিন্তা করে দেখুন তো ল্যাফট হ্যান্ড রাইট হ্যান্ড এর ব্যাপারটা। নিজের স্বার্থের কথা চিন্তা করে কিভাবে ঠকিয়েছেন আপনার পরিবার আত্মীয় স্বজনদের।

তবে এই টুকু বলতে পারি আমাদের সরকারি কোন পদক্ষেপ নেওয়ার আগে তানিয়ে যেন যাচাই করা হয়। আর একটি কথা না বললেই নয় তা হলো 'লোভে পাপ আর পাপে মৃত্যু' যাদের নিবন্ধন বাতিল হয়েছে। সেগুলো হচ্ছে ডেসটিনি, ভিশন (প্রা.) লিমিটেড, ইন্টারন্যাশনাল টং চেং প্রোডাক্টস, ওশান মার্কেটিং কোম্পানি লিমিটেড, সোয়াবস ইন্টারন্যাশনাল লিমিটেড, হারবা লাইফ ইন্টারন্যাশনাল লিমিটেড, ফর লাইফ কনসোর্টিয়াম লিমিটেড, ব্রেভো আইটি ইন্টারন্যাশনাল লিমিটেড, ভিলেজ ওয়ার্ল্ড নেটওয়ার্ক, স্কেচ লিমিটেড, রয়েল ড্রিম, উত্তরা গ্রীন সিটি, মাল্টি, গৃহ নির্মাণ মার্কেটিং লিমিটেড, এসএসএন গ্গ্নোবাল লিমিটেড, বীজ-এইম করপোরেশন লিমিটেড, মাস্ক মার্কেটিং প্রা. লিমিটেড, গ্যানো 'ই' ওয়ার্ল্ড ওয়াইড লিমিটেড, এসবিশন ড্রিম মার্কেটিং কোং লিমিটেড, বন্ধন অ্যাসোসিয়েট প্রাইভেট লিমিটেড, , মাল্টিভিশন ২০১০, টোন অ্যান্ড টিউন, গ্গ্নান্স গেইন, ইভা টেলিকমিউনিকেশন লিমিটেড, জি ই-কম লিমিটেড, নাফ ইন্টারন্যাশনাল লিমিটেড, ফেইথ মার্কেটিং সিস্টেম লিমিটেড, , গার্ডন নেটওয়ার্ক লিমিটেড, গ্গ্নাসিয়ায় (বিডি) লিমিটেড, গেনোডারমা মেইন স্টকিষ্ট বাংলাদেশ, ভিয়ানশী বাংলাদেশ কোং লিমিটেড, লয়েড ভিশন প্রাইভেট লিমিটেড, সুখ সারী বাংলাদেশ লিমিটেড, গ্রীন অ্যাকটিভ বিজনেস, , ড্রিমওয়ে টিম প্রাইভেট লিমিটেড, লিবার্টি (বিডি) নেটওয়ার্ক মার্কেটিং প্রাইভেট লিমিটেড, , রয়েল ভিশন প্রাইভেট লিমিটেড, , রয়েল ড্রিম , ফর ইভার লিভিং প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড, ওয়ান মিলিয়ন প্রাইভেট লিমিটেড, মেগা পলিস লিমিটেড, জিওনেট লিমিটেড, , গোল্ডেন ফিদা লিমিটেড, ন্যাচারাল হার্বস লিমিটেড, দি এইম সিলিউশন প্রাইভেট লিমিটেড,  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।