আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার কেন কসাই এবং চিকিৎসাসেবা বিষয়ক খটকামূলক প্রশ্নের জবাবদিহি

কাঁচাপাকা রাস্তার ঠিক মাঝামাঝি, সাইকেলে বসে ছিল নৌকার মাঝি। পাশ করা কসাই হয়েছি বেশ কিছুদিন আগে, এখন কোপাকুপি চলছে দিনে রাতে। সারাদিন সারারাত অসুস্থ মানুষের পাশে থেকে থেকে খাটি কসাই এর মত আবেগহীন হয়ে যাচ্ছি মনে হয়। তাই আজকাল "পুলিশ স্যারে পিটাইসে ডাক্তার হারামজাদা কই" এই জাতীয় মন্তব্যে বিচলিত হই না। যাহোক, এটি কোন ক্যাচাল পোস্ট নয়, জবাবদিহিতামূলক পোস্ট বলতে পারেন।

দেশের নানা প্রান্তে নানারকম মানুষের ডাক্তারদের কাছ থেকে যত সেবাই নিয়ে থাকুক না কেন, নানা রকম ক্ষোভ জিজ্ঞাসা আছে। ব্যাক্তিগত অভিজ্ঞতার বিবরন নয়, আপনাদের দৃষ্টিকোন থেকে আমাদের দেশের চিকিৎসাসেবা সংক্রান্ত যে দিকগুলো নিয়ে আপনাদের ক্ষোভ কিংবা সন্দেহ আছে সে বিষয়ে প্রশ্ন করতে পারেন। নিজের এবং আশে পাশের টোকানো অভিজ্ঞতা থেকে উত্তর দেবার চেষ্টা করব। কসাই হলেও মানুষ বটে, সুতরাং আসুন সমাধানের পথ খুজি প্রাথমিক একটি প্রশ্নের জবাব দিচ্ছি। ডাক্তার বিষয়ক ক্ষোভের একটি মূল কারন টেস্ট।

কি দেয়া হচ্ছে, কেন দেয়া হচ্ছে ইত্যাদি নানা রকম প্রশ্ন থাকেই। চায়ের দোকানে এক আড্ডায় এক লোক বলছিল, তার এক আত্মীয়র পায়ে ঘা হইসে দেখে এক ডাক্তার ডায়াবেটিস পরীক্ষা করতে দিসে, এই রকম অদ্ভুত ঘটনায় তারা হেসেই খুন। তার বক্তব্যের শেষ কথাটা ছিলো... "ডাক্তার শালারা তো মানুষ না, কসাই একেকটা। " যাহোক পায়ে ঘা হলে ডায়াবেটিস পরীক্ষা করা কি যুক্তিযুক্ত? হ্যা অবশ্যই, বলা যায় অবশ্যম্ভাবি। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দুটি ব্যাপার হয় এক, তার রক্ত ব্যাক্টেরিয়ার বৃদ্ধির জন্য খুব ভাল মিডিয়ামে পরিনত হয়, দুই, পেরিফেরাল নিউরোপ্যাথি বলে এক অবস্থার সৃষ্টি হয় যাতে হাত ও পায়ের বোধ কমে যায়, ফলে পায়ে আঘাত পেলে বা ঘা হলে অনেকেই সময়মত টের পায় না।

ফলাফল হিসেবে এইসব ঘা দীর্ঘদিনের ক্ষত তৈরী করে এবং পচন ও ধরতে পারে। এই কারনেই পায়ে ঘা হলে ডায়াবেটিস আছে কিনা সেটা পরীক্ষা করা জরুরি। আরো প্রশ্নের অপেক্ষায় রইলাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.