আমাদের কথা খুঁজে নিন

   

।। ধৈর্য ।।

বাঙলা কবিতা তোমার পুরনো বাড়িটা ঠিক ততোটা হতশ্রী নয়, যতোটা দারিদ্রক্লিষ্টায় বহুতল একটা আকাঙ্ক্ষা প্রতিস্থাপিত হতে পারে; তবু ধ্বসে পড়লো সে, বারান্দাসমেত। ওটা সেই বারান্দা, যেখানে দাঁড়িয়ে একটা সমগ্র বিকেল কারও জন্য কেঁদেছিলে তুমি; যেখানে গাঢ় সবুজ ও বর্ধিষ্ণু একটা মানিপ্লান্ট তোমার জন্য রচনা করেছিলো নির্জনতা; ওটা সেই আশ্চর্য কৌশল, যার বায়ুকম্পনের ভেতর দিয়ে একটা বহুদূর চলে এসে স্পর্শ করেছিলো তোমার নৈকট্য! ঘটমান বাস্তবতায়, প্রতিমুহূর্তে ধ্বসে পড়ছে সেই পুরনো বারান্দা জগতময় ধৈর্য ছিঁড়ে টুকরো টুকরো হলে জন্ম নেয় যেসমস্ত অধৈর্যের রূপকথা আমি তার সবগুলো টুকরো একত্র ক'রে আবারও জুড়ে দিচ্ছি আর দাঁড়িয়ে আছি তোমার পুরনো বারান্দায় মিনিটে মিনিটে ধ্বসে পড়ছে তোমার সেই আশ্চর্য বারান্দা তবু ঠাঁয় দাঁড়িয়ে আছি আমি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।