আমাদের কথা খুঁজে নিন

   

সুখান্বেষণ ও আত্মনির্ভরতা

আমি উদিত সূর্যের কাছে হাত বাড়িয়েছি- সে আমায় নিজ উত্তাপে জ্বলতে এবং জ্বালাতে শিখিয়েছে। আমি স্নিগ্ধ চাঁদের আলোয়ে স্নান করতে চেয়েছি সে আমায় পরম মমতায় পরকে আপন করতে শিখিয়েছে। আমি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের কাছে গিয়েছি- সে আমায় নিজ শক্তিতে জীবন যুদ্ধে বাঁধার পাহাড় ভেঙ্গে চুড়ে বিজয়ের মন্ত্র শিখিয়েছে। আমি হিমালয়ের কাছে গিয়েছি- সে আমায় সততায়, মহানুভবতায় তার চেয়েও ভারি ও বড় হতে শিখিয়েছে। তার পর আমি সাগরের কাছে গিয়েছি- সে আমায় জ্ঞানগর্ভে তার চেয়েও গভীরে যেতে বলেছে। পরে আমি ঐ আকাশের দিকে দু’হাত বাড়িয়েছি- সে আমায় সকল হীনতা,হীনমন্যতা ও স্বার্থপরতা ভুলে উদার হতে বলেছে। পরিশেষে আমি বৃক্ষের কাছে গিয়েছি- সে আমায় পরার্থে জীবন বিলিয়ে দিতে শিখিয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.