আমাদের কথা খুঁজে নিন

   

সকল লাশ সামনে রেখেই ২৭ এপ্রিলের নারী শ্রমিক সমাবেশ হউক

শত শত শ্রমিকের মৃত্যুর দায় কান্না দিয়ে শেষ হতে পারে না। প্রয়োজন অনিয়ম আর শোষণের বিরুদ্ধে প্রতিরোধ। অনেককে বলতে শুনেছি, ২৭ এপ্রিলের শ্রমিক সমাবেশ স্থগিত করুন। এর বিপরীতে বলতে চাই, এই শত শত লাশ সামনে রেখেই ২৭ এপ্রিলের সমাবেশ হওয়া উচিত। দৃপ্ত কণ্ঠে শ্রমিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার দাবি তোলা উচিত।

শ্রমিকদের অধিকার এই রাষ্ট্র ও দেখবেনা। আল্লামা শফীও দেখবেনা। ‘হরতালকারীদের নাড়াচাড়া ভবন ধ্বসে গেছে' এমন নির্লজ্জ উক্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী দায় এড়িয়েছেন। রানা প্লাজার ধ্বসকে 'সরকারের উপর আল্লাহর গজব' বলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মাঈনুদ্দীন রুহী তাদের মধ্যযুগীয় বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন। শ্রমিকদের পক্ষে এদের কেউই নেই।

শ্রমিকদের স্বাধীন কর্মপরিবেশের দাবিতে ২৭ এপ্রিলের সমাবেশকে নিয়েও চলছে রাজনীতি (http://www.notun-din.com/?p=1864)। সমস্ত রাজনীতির মধ্য দিয়েই উচ্চস্বরে তুলতে হবে শ্রমিকদের অধিকারের দাবি। তাই সাভারে শত শত শ্রমিক মৃত্যুর প্রেক্ষিতে ২৭ এপ্রিলের শ্রমিক সমাবেশ আরো জরুরী হয়ে পড়েছে। সমস্ত লাশ সামনে রেখেই দাবি তুলতে হবে আর একটিও লাশ নয়। গার্মেন্টসের নারী শ্রমিকদের প্রতি নয় আর কোন বঞ্চনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।