আমাদের কথা খুঁজে নিন

   

২৮ সাংবাদিক নিখোঁজ?

সঠিক হিসাব জানা নেই। তবে শুনেছি ২৮ জন হবে। আজ রোববার সকালে ভারতে খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তারা সব দিল্লী গেছেন। সকাল থেকে তাদের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোনো ব্লগ অথবা ফেস বুকেও দেখা যাচ্ছে না।

একমাত্র সুমন ভাই কয়েকটি নিউজ পাঠালেন বিডিতে যা আপ হয়েছে। বাকীরা কে কোথায় আছে খুঁজতে হলে আরো ২৮ জন সাংবাদিককে আজ রাতেই দিল্লী রওয়ানা হতে হবে। কিন্তু সমস্যা হলো ঈদের ছুটিতে ঢাকার ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। এই মূহূর্তে যারা দিল্লী যেতে চাইবে তাদের ভিসা পাসপোর্ট ছাড়াই যেতে হবে। সেক্ষেত্রে সীমান্তে বিএসএফ এর গুলিতে ইহধাম ত্যাগের সম্ভাবনা রয়েছে।

তাই আগামীকাল সকাল পর্যন্ত সবাইকে ধৈর্য্য ধরতে হবে। যেসব সাংবাদিকরা হারিয়ে গেছেন তাদের পরিবারের সদস্যদের আপাতত চিন্তা না করার অনুরোধ করা হলো। কাল হয়তো সবাইকে খুঁজে পাওয়া যেতে পারে। এমনটাই আভাস পাওয়া গেছে। এ ব্যাপারে ভারত সফররত চ্যানেল আই এর রিপোর্টার চকর মালিথা জানান, কেউ হারিয়ে যাননি।

সবাই দিল্লীতে আছেন। যার যার মতো করে ঘুরে ঘুরে দিল্লীর রাস্তাঘাট দেখছেন। অচীরেই তারা তাদের দেশীয় সাংবাদিক কলিগদের সঙ্গে যোগাযোগ করবেন। কোনো উপায় না থাকলে দূরালাপনী : http://www.primekhobor.com একটি ফান পোস্ট। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।