thinking আজ ২৮ অক্টোবর। একটি বিভিষিকাময় দিন। চারদিকে তুমুল হৈ চৈ। কি পত্রিকা কি টিভি কি ব্লগ। এ দিচ্ছে ওর দোষ আর ও দিচ্ছে এর।
সবাই বিচার চায়। ন্যায় বিচার। জামাতিরা চায় লীগেদের বিচার। আর লীগেরা চায় জামাতিদের বিচার। যেন কোনভাবে নিজের দায় অন্যের ঘারে চাপানো।
কিন্তু এই যে এতগুলো মায়ের বুক খালি হলো- কারা এদের মৃত্যুর মুখে ঠেলে দিলো। কারা মানুষ মারার জন্য উৎসাহিত করল। করা এই তরুনদের বাঘের মুখে ঠেলে দিল। তারা যদি নিজেরা নিজ দলের কর্তা ব্যক্তিদের বিচার চাইতেন তবে হয়তোবা এতদিনে বিচার শুরু হয়ে যেত।
কিন্তু প্রকৃতি তো নিশ্চুপ থাকতে পারেনা।
প্রকৃতি তার প্রতিষোধ ঠিকই নিয়ে নিচেছ। জামাতি কর্তার তো মৃত্যুর প্রথর গুনছে প্রতি মুহুর্তে। অন্যদিকে নাটের গুরু বাবর সাহেব পৃথিবীতেই প্রতি মুহুর্তে দেযখের আগুনে জ্বলছেন।
এর পর থাকে পুলিশ প্রধান আনোয়ার ইকবাল এবং আওয়ামী হায়েনারা। আশা করি এদের জন্যও দূর্দিন অপেক্ষা করছে।
কারণ প্রকৃতি তার প্রতিশোধ অবশ্যই নিবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।