আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ফোন ডিস্ট্রাকশন সম্পর্কিত কিছু মজার ভিডিও !!!

বিষাদময় জীবন এগিয়ে যায় যুক্তিহীন মৃত্যুর দিকে !!! বসে বসে ইউটিউব ঘেটেঘুটে মোবাইলের রিভিউ দেখছিলাম। দেখতে দেখতেই সাজেস্টেড ভিডিও সেকশানে কিছু ভিডিও পেলাম। যার সবগুলোই মোবাইলের বিভিন্ন ড্রপটেস্ট আর ডিস্ট্রাকশন সম্পর্কিত। সেইখান থেকে কিছু ভিডিও শেয়ার করছি। আশা করি অবশ্যই ভাল লাগবে।

ভিডিও ১: এইটা আইফোন ডিস্ট্রাকশন রিলেটেড একটা ভিডিও, যদিও ফোনটা আসলেই আইফোন কিনা এই ব্যাপারে আমার ভালই সন্দেহ আছে, তারপরেও যে মেথডগুলো অ্যাপ্লাই করা হয়েছে তা নি:সন্দেহে বেশ বিনোদন এর যোগান দেয়। ভিডিও দেখতে ক্লিকান ভিডিও ২: আইফোন আর নোকিয়া ৩৩১০ এর স্টার্টআপ আর শাটডাউন টাইমের মধ্যে তুলনা করে বানানো একটা ভিডিও। ভিডিও দেখতে ক্লিকান ভিডিও ৩: এই ভিডিও সম্পর্কে কিছুই বলবো না। শুধু বলবো, এই ভিডিও দেখার পর আপনার মুখ দেখে একটাই কথাই বের হয়ে আসবে। সেটা হল- বেচারা ফোন !!! ভিডিও দেখতে ক্লিকান ভিডিও ৪: আইফোন ৫ আর স্যামসাং গ্যালাক্সী এস ৩ ড্রপটেস্ট।

ভিডিও দেখতে ক্লিকান ভিডিও লিংক আর দিচ্ছি না, কারণ এই ভিডিওগুলো যখন চালু করবেন তখনই সাজেস্টেড ভিডিওতে অনেক ভিডিও চলে আসবে। আর কিছু চ্যানেলই আছে এইসব ভিডিও এর জন্য। সুতরাং ঐ চ্যানেলগুলোতেও সাবস্ক্রাইব করতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.