আমাদের কথা খুঁজে নিন

   

কবি-সাংবাদিক মারুফ চিনু আর নেই!

কবি-সাংবাদিক মারুফ চিনু আর নেই ! কবি-সাংবাদিক-শিক্ষক ও সাবেক ছাত্রনেতা মারুফ চিনু আর নেই ! আমাদের প্রিয় মানুষ, যিনি আমাদের ছেড়ে গেলেন আজ ২৮শে অক্টোবর ২০১২। তাঁর কবিতা -' মন পোড়ানো দীঘির জলে, একটা মানুষ/ ঘুম পাড়ালো ইচ্ছেগুলো। /' হায় আমদের মন পুড়িয়ে গেলেন তিনি। ১৯৫৬ এর ৩রা সেপ্টেম্বর জন্মেছিলেন তিনি। তঁর সাহিত্যের সূচনা ছড়া দিয়ে, ১৯৮৪ সালে প্রকাশিত তাঁর ছড়াগ্রন্থ 'আন্দোলনের ছড়া' , এর আগে পরে আরও দুটি ছড়ার বই প্রকা শিত হয়েছিল।

'আন্দেলনের ছড়া' বইয়ের 'এক' নং ছড়ার চার লাইন : দীপা কাঞ্চন ডাক পাঠালো সব সাথীদের খবর দে বেইমানী যার শিরায় শিরায় সেই শালাকে কবর দে। 'ছয়' নং ছড়ার চার লাইন : খুন হয়েছে আমার ভাই এবার খুনের বদলা চাই ঋণ হয়েছে অনেক জমা সুদ-আসলে ফেরৎ চাই। ২০০৬ সালে বের হয়েছিল 'নারীর জন্য হিতোপদেশ' নামক কাব্যগ্রন্থ। এরশাদ বিরোধী আনেদালনের সময় তিনি ছিলেন ছাত্রনেতা ও সাংবাদিক । সাপ্তাহিক খবরের কাগজ-এর সাথে যুক্ত ছিলেন, এই কাগজটি ছিল তখন স্বৈরাচার বিরোধী জনপ্রিয় সাহসী পত্রিকা।

পরবর্তীতে নতুন ধারার জনপ্রিয় দৈনিক আজকের কাগজের সাথে যুক্ত ছিলেন লেখালেখি আর বিভিন্ন দায়িত্বে। আমিও এই দুটি পত্রিকায় নিয়মিত লেখালেখির সুবাদে দীর্ঘদিন ঘনিষ্ট ছিলাম, সেই সূত্রে ও অন্যান্য ভাবে এক ধরনের যোগাযোগ গড়ে উঠেছিল । 'আন্দোলনের ছড়া' বইটি তিনি আমাকে দিয়েছিলেন, সর্বশেষ কাব্যগ্রন্থে দিয়েছিলেন এভাবে লিখে 'গোলাম কিবরিয়া পিনুকে-ভালোলাগাসহ-মারুফ চিনু' । আমি জানি না আমাকে কতটুকু ভালো লেগেছিল তাঁর, তবে নিত্যদিনের ঘনিষ্ঠতায় না মিশেও আমি তাঁকে খুব কাছের মনে করতাম। ঢাকায় প্রিয় মুখের অন্যতম ছিলেন তিনি, দেখা হলেই সে অনুভূতিটা ঝলক দিয়ে উঠতো।

আমি তঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, সমবেদনা জানাই তাঁর পরিবারের সদস্যেদের, স্বজন-বন্ধুদের। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।