আমাদের কথা খুঁজে নিন

   

এই পৃথিবীতে সুখ বলে জেনেছো তুমি যাকে।

প্রদীপ হালদার,জাতিস্মর। এই পৃথিবীতে সুখ বলে জেনেছো তুমি যাকে সেই সুখ থেকে এসেছি আমি তোমারই কাছে। যে জলে মেঘ হয়ে উড়ে বেড়ায় আকাশে সেই মেঘ জল হয়ে ভেসে যায় নদীতে। যে রোদ শরীর হতে ঘাম ঝরিয়ে আনে সেই রোদে বেঁচে যায় তাপ পেয়ে শরীরে। যে ফুল দেবতার পূজায় আসন গ্রহণ করে সেই ফুল ধূলায় লুটায় নিজেকে শুকনো করে। যে সুখের জন্যে আমি এসেছি পৃথিবীতে সেই সুখের জন্যে তুমি পেয়েছো আমাকে। পৃথিবীতে দুঃখ বলে যদি কিছু থেকে থাকে সেই দুঃখ তাকে বলি যে পাঠিয়েছে আমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।