আমাদের কথা খুঁজে নিন

   

গরু আগে নাকি ফ্রিজ আগে!!

কতবর বলেছি ফ্রিজটা ঠিক কর এক কানে ঢুকিয়ে অন্য কানে ছাড় ইচ্ছে করছে কানটাই দিই ছিড়ে রাখ কি খবর সংসার চলে কি করে? ঈদতো চলেই এলো দু'টো মাত্র দিন পকেটটা খালি হলে এখনই নাও ঋণ অতসত বুঝিনা ফ্রিজ চাই আগে এখনো বসে আছ! পুড়ছে মাথা রাগে হুম তাইতো তাইতো ফ্রিজ কেনা হয়নাইতো বলছিলাম কি ঈদটা নাহয় যাক রাগের মাথায় হইয়োনা নির্বাক মাংস কিছু খাবে বাকিটা দাও বিলিয়ে গরীব দু:খী সবাই মিলে ঈদটা হবে রাঙ্গিয়ে এটাইতো ঈদের মর্ম, এটাই বলে ধর্ম ভেদাভেদ নাই ধনী গরীব সাদা কালো চর্ম নাহ্ পারা যাবেনা আর তোমকে নিয়ে ঠিকই বলেছ ভুল ছিল আমার ইয়ে.... ভুলতো হতেই পারে শুধরে নিতে হবে তবেইতো সংসারে নিত্য ঈদ রবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।