আমাদের কথা খুঁজে নিন

   

খুব কাছ থেকে হরিণ দেখতে চান! কিংবা হরিণের গায়েঁ হাত বুলাতে চান! তাহলে ঘুরে আসুন প্রকৃতির অপার সৌন্দর্য ভাওয়াল জাতীয় উদ্যান।

খুব কাছ থেকে হরিণ দেখতে চান তাহলে চলে আসুন গাজীপুরে অবস্থিত ভাওয়াল জাতীয় উদ্যানে। অত্যন্ত মনোরম পরিবেশে আপনি আপনার পুরো পরিবার সহ ঘুরে আসতে পারেন ঢাকার অতিশয় নিকটবর্তী ভাওয়াল জাতীয় উদ্যানে। এখানে আছে হাজার প্রজাতির গাছ গাছড়া, শিশুদের জন্য আছে শিশু পার্ক, আছে সুউচ্ছ টাওয়ার যেখান থেকে আপনি অবলোকন করতে পারবেন সবুজের সমারোহ। আছে মিনি চিড়িয়াখানা যেখানে দেখা মেলবে সুন্দর সুন্দর বিভিন্ন প্রজাতির হরিণ। আপনি ইচ্ছে করলে তাদের গায়েঁ হাত বুলাতে পারবেন।

দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির ঔষধী গাছ। আছে নৌকায় ভ্রমনের সুযোগ। দেখতে পাবেন বিভিন্ন রংয়ের বাহারি ধরনের প্রজাপতি। দেখতে পাবেন বানরসহ অন্যান্য প্রাণী। দর্শনার্থীদের জন্য আছে নিরাপত্তা ব্যবস্থা।

আছে পিকনিক স্পট। সুন্দর সুন্দর কটেজ। আপনি কিংবা আপনারা ইচ্ছে করলে ঐ সকল কটেজ ভাড়া নিতে পারেন। শহরের চার দেয়ালের মাঝে থাকতে থাকতে একঘেয়েমি ধরে গেছে! আসুন মনকে প্রশান্তি দিতে । এখানে আপনাদের জন্য আরো অনেক ব্যবস্থা আছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।