আমাদের কথা খুঁজে নিন

   

ম্যাকাক(একজাতের ছোটো লেজওয়ালা বাঁদর) সাথে আইনস্টাইনের চেহারার অদ্ভুত মিল

একজন সৌখীন ফটোগ্রাফারের ক্যামেরায় তোলা একটি জীব যা ম্যাকাক নামে একজাতের ছোটো লেজওয়ালা বাঁদর এর সাথে বিজ্ঞানী আইনস্টাইনের চেহারায় অদ্ভুত মিল পাওয়া যায়। গুচ্ছবদ্ধ চুল আর কুঁচকানো চামড়ার বাচ্চা এই বানরটিকে শুধুমাত্র বিজ্ঞানী মত দেখাচ্ছিলো। বিস্ময়কর এই ছবি টি তুলেছিলো অন্য আরেক পদার্থবিদ্যা বিশেষজ্ঞ, ৬৬ বছর বয়সী অধ্যাপক মিহালী নাজারভ। ছবিটি তোলা হয়েছিল মালয়েশিয়ার ন্যাশনাল পার্ক থেকে। অপেশাদার আলোকচিত্রী এর সাদৃশ্যটা সাথে সাথে লক্ষ্য করার পরে তাঁর থিওরিটিকে প্রমান করার জন্য দ্রুত কিছু শট ক্যামেরা বন্দী করেন।

অধ্যাপক নাজারভ জানান, যে মাত্র আমি বাচ্চা বানর টিকে দেখি, আমার প্রথম চিন্তা ছিল যে এটি আইনস্টাইন মতো লাগছিল এবং আমি এটা প্রমান করার জন্য কিছু শট নেওয়ার প্রয়োজনবোধ করি। যখন ফিরে এলাম বাড়িতে, শটসগুলোর দিকে তাকিয়ে দেখতে পায় যে এমনকি বানর এবং আইনস্টাইন মধ্যে অনেক মিল রইয়েছে। আমি এই ছবিগুলো আর এমনকিছু যা অস্বাভাবিক এবং আশ্চর্যজনক কিছু ছবি তোলার অনুভূতিকে ভালবাসি। আইনস্টাইন ইতিহাসের মধ্যে তার জায়গা করে নেন ২০ শতাব্দীতে প্রায়ই আধুনিক পদার্থবিজ্ঞানের আপেক্ষিকতা ধারণার উপর তার কাজের জন্য জনক হিসাবে বিবেচনা করা হয়। এখন তাঁর কুঞ্চিত ললাট আবার দেখা যাবে -বইয়ের গাদার উপর ঘাড় বাঁকিয়ে নয় বরং গাছের শাখা-প্রশাখায় ঝুলতে।

দ্য ডেইলি মেইল অবলম্বনে। View this link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।