আমাদের কথা খুঁজে নিন

   

দেহ মাটি

দুঃখ আমার সয় না,সয় না বেদনা, বিরহ সয় না, সয়না যাতনা, কষ্ট হিংসা সয় না, তবে সয়ে যাবে সবই যদি হতে পারি মাটি! পরের ভাল সয় না আমার,অন্যের সুখ সয়না। গায়ে কাঁটা ফুটে যায়,বুকে জ্বলন উঠে যায়। আমার,অন্যের ভাল সয় না। তবে সয়ে যাবে সবই,যদি হতে পারি মাটি! মাটির বুককীরা কাটে তবু মাটি কাঁদে না। আমার গায়ের মাটি কেন এমন হতে পারেনা। আদমদেহ মাটির গড়ন,তবু এমন কেন হয় না এইমাটিকে সেই মাটিতে,সমান সমান হয়না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।