আমাদের কথা খুঁজে নিন

   

।। গরিবের চিত্র।।

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই!!দুনিয়ার মজদুর এক হও,হাতে হাতে অস্ত্র তুলে লও।রাজাকার ও মীরজাফর মুক্ত বাংলা চাই,সব মানুষের সমান অধিকার চাই।। ধনিরা আজ সুখে আছে,গরিবদের শুধু অভাব গরিবদের রক্ত চুষে ধনিরা হলো নবাব। ধনিরা খায় পোলাও-মাংস,বিরানি আর কাবাব গরিবদের ঠকিয়ে বড় হওয়ায় আজ ধনিদের স্বভাব। ধনিদের আছে গাড়ি-বাড়ি,আছে অনেক টাকা গরিবদের দুঃখগুলো থাকল শুধু আঁধারে ঢাকা। ধনিদের আছে দামি শাড়ি,আছে দামি জামা গরিবদের টাকা নাই বলে কেউ হয় না তাদের মামা!! স্বাধীন দেশে এমন বৈষম্য চলবে কতকাল? দেশের দুর্দিনে গরিবরাই তো ধরেছিল হাল। কোথায় আজ মজনু শাহ,তিতুমীর,ক্ষুদিরাম? গরিবরা সইবে আর কতদিন অসহ্য অপমান? দেশের জন্য গরিবরাই তো দিয়েছিল জান গরিবদের বুকে লাথি মারে কেন ঐ ধনী শয়তান???  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।