আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা যে যাই বলুন না কেনো, সাভার ট্রাজেডির সম্পূর্ন দায় বিরোধী দলকেই নিতে হবে। কারন:

ভিন্ন দৃষ্টি আপনারা যে যাই বলুন না কেনো, সাভার ট্রাজেডির সম্পূর্ন দায় বিরোধী দলকেই নিতে হবে। কারন: ১) দূর্ঘটনার কিছু আগে মৌলবাদি ও বিনপির কিছু লোক ভবনের স্তম্ভ ধরে নারাচারা করেছিলো। এটি ভবন ধ্বসের একটি গুরুত্বপূর্ন কারন। (বেশি নারাচারা করলে সব জিনিসই উগরাইয়া দেয়। এইটাও দিছে)।

সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না । ২) ”ভবন নির্মানে যথাযথ নিয়ম পালন হয়নি”, এই বিষয়টি প্রাশাসনে লোকবলের অভাবে নজর এড়িয়ে গেছে যা একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু দেশের বিভিন্ন বিষয়ে ও জনস্বার্থ রক্ষায় এ জাতীয় ব্যাপারগুলো দেখভাল করার দ্বায়ীত্ব বিরোধী দলেরও। সুতরাং এ দায় তারা এড়াতে পারে না। ৩) হরতালের কারনে রাস্তায় যানবাহন চলাচল না হওয়ায় রাস্তা অনেকটাই ফাঁকা ছিলো।

ফলে কর্মিরা নির্ধারিত সময়ের মধ্যেই বা পূর্বেই কর্মস্থলে পৌঁছাতে পেরেছিলেন। হরতাল না থাকলে যানজটে পরে তাদের কর্মস্থলে পৌছাতে বিলম্ব হতো এবং ভবন ধ্বসের সাথে টাইমিং মিস্ ম্যাচের কারনে তারা বিরধী দলীয় হত্যাযজ্ঞ থেকে রেহাই পেতো। সুতরাং এ দায় বিরধী দল এড়াতে পারে না। ৪) উপস্থিত কর্মিগন সেদিন কাজে যোগ দিতে চাননি। কিন্তু হরতালকারীদের ভয়ে তারা ভবনে উঠতে বাধ্য হন।

সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না। ৫) ভবনে অবস্থিত গার্মেন্টস্ এর পিএম ও ম্যানেজারেরা বিএনপি পন্থি হওয়ায় নাশকতার উদ্দেশ্যে তারা কর্মিদের ভাবনে উঠতে বাধ্য করেছিলো। যদিও দূর্ভাগ্যবশত পিএম ও ম্যানেজারেরা সময়মত বেরহতে না পারায় তারাও নিহত হয়েছেন। সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না। ৬) বিরোধী দলের হরতালের কারনে ভাবন ধ্বসের সাথে সাথেই উদ্ধার কাজ শুরু করা যায়নি।

যদি সাথে সাথেই উদ্ধার কাজ শুরু করা যেতো তাহলে প্রথম এক বা দুই ঘন্টার মধ্যেই সরকারি সংস্থা স্থানীয় দেশপ্রেমি আ্ওয়ামীলিগ কর্মিদের সহায়তায় সকল আহত ও সামান্য কয়জন নিহতদের বের করা সম্ভব হতো। সুতরাং এ দায় বিরধী দল এড়াতে পারে না। ৭) হঠাৎ করে মাঝ দুপুরে লোক দেখানো হরতাল তুলে দেয়ার ঘোষনায় প্রচুর সংখ্যক যানবাহন ও বিরোধী দলীয় সমর্থকেরা হঠাৎ রাস্তায় বেরিয়ে আসায় যানজটের সৃষ্টি হয়, ফলে উদ্ধারকারী সংস্থা সহ সহায়তাকারীগন যথাসময়ে অকুতস্থলে পৌঁছাতে পারেননি। ফলে....। .সুতরাং এ দায় বিরোধী দল এড়াতে পারে না।

আরও বেশ কিছু কারনে বিরোধী দল বিএনপি এই সাভার ট্রাজেডির দায় এড়াতে পারে না, সেগুলো এই মূহুর্তে মনে পড়ছে না। তবে একটু ইনভেষ্টিগেশন করলেই আরও যা যা বের হতে পারে: ১) ভবনটি নির্মানে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানটির মালিক বিএনপি পন্থি। ফলে তিনি ইচ্ছাকৃত ভাবে নাশকতা ও সরকারের ইমেজ নষ্ট করার উদ্দেশ্যে ভবনটি এমন দূর্বল করে তৈরী করেছেন যাতে ভবনটি ধ্বসে যায়। ২) ভবনটির মালিক দেশপ্রেমী আওয়ামীলিগের নেতা ও ভবনটির নকশা অনুমোদনকারী সংস্থাটির অনুমোদনের দ্বায়ীত্বে থাকা ব্যক্তিটি দূর্নীতিবাজ ও বিএনটি পন্থী হওয়ায় তিনি ইচ্ছাকৃত ভাবে শত্রুতা বশত নিয়মবহিভূত ভাবে অনুমোদন দিয়েছেন যাতে ভবনটি ধ্বসে যায় ও নির্বাচনের আগে আওয়ামীলিগের ভোট নষ্ট হয়। ৩) ভবনটি নির্মানের সময় ব্যবহৃত সিমেন্ট ও রড যে প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হয়েছিলো তার মালিকগনও দূনীতিবাজ, সার্থান্বেষি এনপি পন্থি।

ফলে তারা দূর্বল কাচাঁমাল সরবরাহ করায় ভবনটি ভেঙ্গে পরে। সরকারের ক্রিয়েটিভ থিংক ট্যাংকরা গবেষনা পূর্বক সম্ভাব্য আরও অনেক কারন বের হতেপারে বলে আমার দৃঢ় বিশ্বাস...। এবার বলুন দেখি ভবিষ্যতে আমার স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সম্ভাবনা কতটুকু??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.