আমাদের কথা খুঁজে নিন

   

বিরল ঘটনাঃ তীব্র জ্বর নিয়ে ডাক্তারের দোকানে হুতোম পেঁচা!!

যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়ে যায়। আল-কুরআন : সূরা- ইসরা, অধ্যায়-১৭, আয়াত-৮১ আগের পোস্ট নরমাল বনাম সিজারিয়ান ডেলিভারিঃ কোনটা, কেন যৌক্তিক? একাত্তর বার্তা ডট কমঃ মানুষ অসুস্থ হয়ে চিকিৎসকের শরণাপন্ন হলেও এবার বিলুপ্তপ্রায় একটি হুতোম পেঁচাকে তীব্র জ্বর নিয়ে ডাক্তারের কাছে আসার ঘটনা ঘটেছে। আর চিকিৎসকও পরম যতেœ প্রকৃতির এ অতিথিকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলেন। পরে কৃতজ্ঞতা প্রকাশ করে পাখিটি উড়াল দেয় তার আপন ভুবনে।

নড়াইল জেলার কালিয়া উপজেলার কলাবাড়িয়া বাজারে মঙ্গলবারের এ ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় শত শত লোক। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিশাচর হলেও একটি হুতোম পেঁচা ওইদিন (মঙ্গলবার) বেলা ২টার দিকে বাজারের পল্লী চিকিৎসক নূরুল ইসলাম লুলুর দোকানে ঢুকে টেবিলের ওপর বসে এবং তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে নিজের অসহায়ত্ব প্রকাশ করতে থাকে। এসময় চিকিৎসক নূরুল হুতোম পেঁচার গায়ে হাত দিয়ে তীব্র তাপ অনুভব করেন এবং পরে তাপমাত্রা মেপে প্যারাসিটামল ও অ্যান্টিবায়োটিক ওষুধ নিজ হাতে খাইয়ে দেন। প্রায় ৪ ঘন্টা বিশ্রামের পর পাখিটির শরীরের তাপমাত্রা কমে যায়। এরপর চিকিৎসকের দিকে কিছুক্ষণ অপলক তাকিয়ে থাকে পাখিটি।

পরে কিচিরমিচির করে নিজের ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করে উড়ে যায় সে। আমার সকল পোস্ট গুলো একসাথে দেখতে চাইলে নরমাল বনাম সিজারিয়ান ডেলিভারিঃ কোনটা, কেন যৌক্তিক? আমি নষ্টা নই, আমি মা রহিমা আক্তার খাঁটি মধু চেনার উপায় কি ? চলুন জেনে নেই । তুমি কি এখন বুঝতে পারছ , তোমার মা কত টা কষ্ট করে তোমাকে জন্ম দিয়েছেন !!! আলোচিত ৩টি প্রশ্ন ও তার জবাব ছেলে মেয়ের সমান অধিকা্র চাই Facebook এর সত্যি কারের ঘটনা “সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছেন?” – এই প্রশ্নের সরল উত্তর ঢাকার সব ব্লাড ব্যাংকের লিস্ট কিছু ইংরেজি শব্দের মজার তথ্য (funny English word) ছড়ায় ছড়ায় ''Tense'' শিখি এক নজরে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ)-এর মহান জীবন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।