আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি ঘোল খাইলাম?? [সাময়িক পোস্ট]

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মক্কা আমাদের পশ্চিমে। সে কারনে আরবদের আদি দেবতা চাঁদ তাদের আকাশে আমাদের আগে দেখা দেয়। সেই চাঁদ দেখে চান্দ্রমাসের দিন গণনা শুরু হয়। আমরা পূর্বের দিকের দেশ বলিয়া আমাদের এখানে সুরুয ওঠে মক্কার আগে।

পবিত্র সৌদি ভাইরা আমাদের পরে তাই নামাজ কালাম আদায় করেন। এখন সৌদি ভাইরা যে দিন ঈদ পালন করে আসতেন, আমরা তার পরের দিনই এখানে ঈদ পালন করতাম। এই বারে ২৬ তারিখে হজ্জ্ব হবে শুনিয়া সেই মোতাবেক আমরা চাঁদ দেখিলাম। এমন ভাবে সেই চাঁদ দেখিয়াছিলাম যেন ২৬ তারিখে হজ্জ্ব হৈলে পরের দিন এইখানে ঈদ করা যায়। কিন্তু সৌদি সরকারের মাথায় হাত পড়িলো – ২৬ অকটোবর তারিখে শুক্কুর বার, তাহা তো আগে খেয়াল হয় নাইক্কা।

তাই বিভিন্ন মাছ থুক্কু, মাছলা মাছায়েল দিয়া হজ্জ্ব এখন একদিন আগাইয়া আনা হৈয়াছে। নিকট ইতিহাসে এই পত্তম বারের মত অভাগা বাঙালিরা পবিত্র সৌদি ভাইদের দুইদিন পরে ঈদ করিতে যাইতেছে। বিজ্ঞান না মানিয়া, শুধু সুরমা মাখিয়া চাঁন দেখিলে এইই হয়। এর পরেও আমাদের মুল্লা আর জামাতিদের হুঁশ হৈবে না। এই যে বাঙালি ঘোল খাইল, তা নিয়া কিন্তু এই দুই গুরুপের কুনুই মাতাবেতা নাই! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।