আমাদের কথা খুঁজে নিন

   

তামান্না ষ্টোর

তামান্না ষ্টোরে আর আগের মতো হয়না ভীড় আগে যেমন পোলাপান করতো বিড় বিড় টুল পেতে বসে বসে রাজ্যের আড্ডা কত কথা কত গান কত হাসি ঠাট্টা একসেস রোড ঘেসে বড় পোলের পাশে কমে গেছে আনা গোনা নিরুচ্ছাসে সুনসান নিরবতা এখণ তামান্না ষ্টোর আগে বেশ জমাট ছিল সকাল-সন্ধ্যা, দুপুর হাতে মুখে ক্রিম মেখে চুলে নারিকেল তৈল হাবাগোবা ভাব নিয়ে তাকাতো খবিরুল মুখোমুখি চারতলায় করিডোর ফাঁকা আনিস পিঠ চাপড়ে বলে কি দেখছিস বোকা! এলাকার কেয়ার টেকার মহসিন ভাই বাকির সিগারেট ধরিয়ে উপরে তাকায় নাহ্ দাড়াচ্ছেনা কেউ গ্রিলটা ধরে যাচ্ছেনা আর কলেজে রিকশাটা চড়ে তবে কি হয়ে গেছে বাসা বদল! আসলে ছিল সবাই মিরু পাগল!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।