আমাদের কথা খুঁজে নিন

   

এই গণহত্যার শাস্তি চাই!!

সত্য কথাটাই বলতে চাই..........যতই অপ্রিয় সত্য হোক সাভার ট্রাজেডী নিছক দুর্ঘটনা নয়, এটা গণহত্যা, শাস্তি চাই!! গ শাস্তি চাই !!! এটা কেমন শোক দিবস? আজ কোথাউ জাতীয় পতাকা অর্ধনির্মিত হয়নি, সত্যি আমরা মনে হয় মানুষ হতে পারলাম না। সবাই টিভি ক্যামেরার সামনে শুধু শোক জানানোটাই তার দায়িত্ব মনে করেছে। এমন পরিহাস আর কত দেখতে হবে? জানি, কোন উত্তর নেই। আসলেই আমরা এক অভাগা জাতি। যেখানে শত শত মানুষ চাপা পড়ে থাকার পরও তাদের উদ্ধার করা সম্ভব হয়না শুধুমাএ প্রয়োজনীয় সরন্জাম এর অভাবে, অথচ সরকার কোটি কোটি টাকা খরচ করে অস্ত্র কিনে। হাই সেলুকাস কি বিচিত্র আমাদের মানসিকতা । আমাদের মতো একটা দেশে এই মুহুর্তে কোটি টাকার অস্ত্র'র চেয়ে এরকম দুর্ঘটনার উদ্ধার সরন্ঝাম কেনাটা অনেক জরুরী। কালকের ঘটনায় সত্যি বাকরুদ্ধ । আল্লাহ আমাদের এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।