আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ মানে আনন্দ, ঈদ মানে হাসি, ঈদ মানে সবার সাথে ভালবাসাবাসি

স্বাধীনতায় বিশ্বাসী সুপ্রিয় ব্লগার ভাইদের ঈদুল আযহার অগ্রিম ঈদ মোবারক দিয়ে শুরু করছি আমার এ ব্লগ। আজ খুশিদে মন উড়ে বাতাশে। আমি সেইফ হয়েছি, মানে নিরাপদ। উফ্ কি যে প্রতীক্ষা ছিল। যাহোক এই প্রতিক্ষার অবসানের খুশি বেশিসময় মনে স্থান পাচ্ছে না।

কারণ আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদুল আযহা। আমাদের মহাপবিত্র মহামিলন। সবাই আনন্দের জোয়ারে ভাসছে এই ঈদে। যার যার সামর্থ অনুযায়ী খরচ করে বন্ধু-বান্ধব বা পরিবার পরিজন নিয়ে মেতে উঠবেন ঈদের আনন্দে। কতজন তাদের টাকার জোরে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কয়েক লক্ষ টাকা খরচ করে কোরবানী করবেন।

মেতে উঠবেন কোরবানীর প্রতিযোগিতায়। কে কাকে হার মানাবেন, তার প্রতিযোগিতায়, করুন আপনাদের যার যা মনে চায়। কিন্তু আপনার পাশের অভাবী মানুষগুলোর দিকে যদি একটু সহানুভূতির হাত বাড়ান, তবে মনে হয় আপনার ঈদের আনন্দ না কমে অনেক গুন বেড়ে যাবে। সবাই মিলে একসাথে এক কাতারে শামিল হয়ে ঈদ উদযাপন করুন। মনের কষ্ট মনে রেখে এই কথাগুলো লিখছি।

আসলে চাই অনেক কিছুই বলতে কিন্তু.... যাহোক ঈদ আমার জন্য এসেছে এক জীবন্ত অভিশাপ হয়ে। কারণ ... কয়টি কারণ বলব। সামান্য যা জমানো টাকা ছিল তা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছিলাম। এখন শূন্য। যে কাজ করি তাতে ঈদের আগে আয়-রোজগার প্রায় বন্ধ হয়ে যায়।

পারছি না মায়ের সাথে ঈদের আনন্দ উদযাপন করতে। থাকি ঢাকা শহরে, মা থাকে দেশের বাড়িতে। যেখানে যাবার মত গাড়ি ভাড়ার টাকাও .... । যাহোক আমার মত এমন দুর্ভাগ্য যেন আর কারো না হয়। সব সময় আল্লাহর কাছে এই প্রার্থনাই করি।

সকলেই ভাল থাকবেন। সবাইকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করবেন। এই শুভ কামনায় .... ঈদ মোবারক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।